মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ করছেন : ওবায়দুল কাদের নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ রাজারহাটে ৪মাস পর বেতন ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা এক পরিবারে তিনের বেশি ব্যাংক পরিচালক নয় আমতলীর দলিলের বালাম ১৯০১-১৯৯২ সাল পর্যন্ত আজো বরগুনা জেলায় পৌঁছেনি মীরসরাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার তাড়াশে আড়াই কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় চক্ষু বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক শ্রীপুরে হত্যা মামলার দুই আসামী আটক ভারতজুড়ে কংগ্রেসের বিক্ষোভ ‘আ.লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে’ ফরিদপুরে ফসলসহ মাটি কেটে নেয়ার প্রতিবাদে মানববন্ধন চিলমারীতে অষ্টমীর স্নান শুরু কাল : সনাতনীদের ঢল মঠবাড়িয়ায় আইনজীবী নিহতের ঘটনায় ঘাতক বাস চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

বাংলাদেশ সফরের আগে আয়ারল্যান্ড দলে বড় পরিবর্তন

বাংলাদেশ সফরের আগে আয়ারল্যান্ড দলে বড় পরিবর্তন

|| স্পোর্টস ডেস্ক ||
আসন্ন বাংলাদেশ সফরের জন্য তিন ফরম্যাটের পৃথক-পৃথক দল ঘোষণা করেছিলো ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। ঘোষিত ঐ স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে আইরিশরা। বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে শেষ মুহূর্তে ঐ পরিবর্তন আনে তারা।

চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় বাংলাদেশ সফরের ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন জশ লিটল। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে কনর ওলফার্ট। লিটল ও ওলফার্টের পরিবর্তে বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফিওন হ্যান্ড। টেস্ট স্কোয়াডেও যুক্ত করা হয়েছে হ্যান্ডকে।

আসন্ন বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার কোন রেকর্ড নেই আয়ারল্যান্ডের। এবারই প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার (১১ মার্চ) দেশ ছাড়ার কথা রয়েছে আয়ারল্যান্ড দলের। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিবেন অ্যান্ড্রু ব্যালবির্নি। সর্বশেষ ২০০৮ সালে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিলো আইরিশরা। এছাড়া ২০১১ সালে মিরপুরে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে ২৭ রানে হারের লজ্জা পায় আয়ারল্যান্ড।

সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *