ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ সফরের আগে আয়ারল্যান্ড দলে বড় পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

|| স্পোর্টস ডেস্ক ||
আসন্ন বাংলাদেশ সফরের জন্য তিন ফরম্যাটের পৃথক-পৃথক দল ঘোষণা করেছিলো ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। ঘোষিত ঐ স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে আইরিশরা। বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে শেষ মুহূর্তে ঐ পরিবর্তন আনে তারা।

চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় বাংলাদেশ সফরের ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন জশ লিটল। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে কনর ওলফার্ট। লিটল ও ওলফার্টের পরিবর্তে বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফিওন হ্যান্ড। টেস্ট স্কোয়াডেও যুক্ত করা হয়েছে হ্যান্ডকে।

আসন্ন বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার কোন রেকর্ড নেই আয়ারল্যান্ডের। এবারই প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার (১১ মার্চ) দেশ ছাড়ার কথা রয়েছে আয়ারল্যান্ড দলের। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিবেন অ্যান্ড্রু ব্যালবির্নি। সর্বশেষ ২০০৮ সালে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিলো আইরিশরা। এছাড়া ২০১১ সালে মিরপুরে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে ২৭ রানে হারের লজ্জা পায় আয়ারল্যান্ড।

সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সফরের আগে আয়ারল্যান্ড দলে বড় পরিবর্তন

আপডেট সময় : ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

|| স্পোর্টস ডেস্ক ||
আসন্ন বাংলাদেশ সফরের জন্য তিন ফরম্যাটের পৃথক-পৃথক দল ঘোষণা করেছিলো ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। ঘোষিত ঐ স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে আইরিশরা। বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে শেষ মুহূর্তে ঐ পরিবর্তন আনে তারা।

চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় বাংলাদেশ সফরের ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন জশ লিটল। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে কনর ওলফার্ট। লিটল ও ওলফার্টের পরিবর্তে বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফিওন হ্যান্ড। টেস্ট স্কোয়াডেও যুক্ত করা হয়েছে হ্যান্ডকে।

আসন্ন বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার কোন রেকর্ড নেই আয়ারল্যান্ডের। এবারই প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার (১১ মার্চ) দেশ ছাড়ার কথা রয়েছে আয়ারল্যান্ড দলের। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিবেন অ্যান্ড্রু ব্যালবির্নি। সর্বশেষ ২০০৮ সালে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিলো আইরিশরা। এছাড়া ২০১১ সালে মিরপুরে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে ২৭ রানে হারের লজ্জা পায় আয়ারল্যান্ড।

সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল।