
পটুয়াখালী প্রতিনিধি :
৪ মার্চ শনিবার রাতে পটুয়াখালীর বাদুরাহাট দারুল উলূম কওমী মাদরাসার ১৩ জন হাফেজ ছাত্রদের দস্তারবনদী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা সানাউল্লাহ মাহমুদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন টিকাটুলি জামে মসজিদের ইমাম ওখতিব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন আশরাফ ছাহেব।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন, বরিশালের জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ ছাহেব, পটুয়াখালী বড় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবু সাঈদ ছাহেব, বাদুরাহাট দারুল উলূম কওমী মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আলম বিন হুসাইন ছাহেব প্রমূখ।
ওয়াজ মাহফিলে মাদরাসার পরিচালক মইনুল ইসলাম খোকন মাহফিলে উপস্থিত আলেম-ওলামাদের নিয়ে ১৩ জন হাফেজ ছাত্রদের দস্তারবনদী উপলক্ষে পাগড়ি পড়িয়ে দেন।
বা/খ: এসআর।
অসাধারণ ভালো লাগার একটা মাহফিল।আল্লাহ আমাকে হাজির থাকার তৌফিক দিয়েছেন।ধন্যবাদ খোকন ভাইকে এতো বড়ো একটা কর্মযজ্ঞ কে এগিয়ে নেওয়ার জন্য।