সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এনায়েতপুরে স্বাধীনতার মাসে নৌকা প্রতীকে ভোট দেয়ার শপথ সমাবেশ জনগণের মুখের হাঁসি ধরে রাখাই আমার লক্ষ্য মহিপুরে দেড় কোটি টাকার অবৈধ হাঙ্গর শাপলাপাতা ও নাংলা মাছ জব্দ রংপুর চেম্বারে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত  রুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ : আহত ১৪ ঘোড়াঘাট আরসি বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান কলমাকান্দায় উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান নওগাঁয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক নওগাঁয় ব্যবসায়ির ১৪ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ নওগাঁয় উদ্যোক্তা মেলায় ১৬ লাখ টাকার বেচাকেনা : সময় বৃদ্ধির দাবী একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক সম্পাদক মজিদ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি নাথুরাম : সম্পাদক আনোয়ার নির্বাচিত গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক

জিনিসপত্রের দাম কমাতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জিনিসপত্রের দাম কমাতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উপায় বের করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথায় ব্যবসায়ীরা নিজেদের পণ্যের বাজার হারাবে বলেও জানান তিনি। আজ (শনিবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। জিনিসপত্রের দাম কমাতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। কোন হতাশা নয়, ব্যবসায়ীদের চ্যালেঞ্জ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশে এখন বেসরকারী বিনিয়োগকে প্রধান হাতিয়ার হিসেবে ধরা হয়েছে। বেসরকারীখাত নিয়ে তিনি বলেন, এই খাতকে গুরুত্ব না দিলে এত উন্নয়ন সম্ভব হত না। কোভিডে পুরো বিশ্ব থমকে গেলেও আমাদের অর্থনীতি থামেনি।

তিনি বলেন, ‘ব্যবসায়ীক পরিবেশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশে ব্যবসা করার অফুরন্ত সুযোগ রয়েছে। পদ্মাসেতু করে প্রমাণ করে দিয়েছি আমরা পারি’।এছাড়া লাল ফিতার দৌরাত্ম্য যেন না বাড়ে সেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শেখ হাসিনা।

সরকার প্রধান বলেন, ‘২০৪১ রুপকল্প’ বাস্তবায়ন করা হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থাকলে আরও দুই তিন শতাংশ দারিদ্র্যের হার কমিয়ে আনা যেত।

সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও ৩টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। দুই শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড, ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। এছাড়া যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২০০ এর বেশি-বিদেশি বিনিয়োগকারী, বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নেন।

তিন দিনব্যাপী এই সম্মেলন ১৩ই মার্চ পর্যন্ত চলবে। সামিটের আন্তর্জাতিক মিডিয়া পার্টনার সিএনএন এবং দেশীয় মিডিয়া পার্টনার আরটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *