বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আসামি গ্রেপ্তার ফরিদপুরে ট্রেনের কাটায় বৃদ্ধের মৃত্যু  সেনাবাহিনীর উদ্যােগে শিক্ষার্থীদের প্রেষণামূলক ক্লাস ‘ফারুকের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি’ নিত্যপণ্যের দামবৃদ্ধি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী ‘মার্কিন ভিসা নীতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়’ ‘আদালত অবমাননা করেছেন মির্জা ফখরুল’ নির্যাতন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে : নজরুল ইসলাম খান জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ, সূচি চূড়ান্ত নারী প্রিমিয়ার লিগে হেরেছে আবাহনী ডামুড্যায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু তালায় জালালপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা তালায় খলিলনগর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

কুয়াকাটায় বিধবা মায়ের বসত বাড়ি রক্ষার আকুতি

কুয়াকাটায় বিধবা মায়ের বসত বাড়ি রক্ষার আকুতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কুয়াকাটা খাজুরা এলাকায় এক বিধবা মায়ের শেষ সম্বল বসত বাড়ি থেকে উৎখাত করতে বড় বড় গাছ কেটে নিয়েছে হালিম মুন্সী ও হারুন মুন্সী এমন অভিযোগ উঠেছে। পর্যটন নগরী কুয়াকাটার খাজুরা গোড়াখাল নামক এলাকায় মৃত আ: আজিজ মুন্সীর স্ত্রী বিধবা মিনারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে ।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির অধিকাংশ বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। এমনকি গাছ কেটে সেখানে মাটি ভরাট করার প্রস্তুতি নিচ্ছে কিছু একটা করার জন্য। বিধবা মিনারা বেগম তার বসত বাড়ি রক্ষায় স্থানীয় সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরছে আর কাঁদছে এবং ওদের এমন কার্যকলাপের কারণে ভয়-ভীতি ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। বসত বাড়ি রক্ষায় তিনি এর প্রতিকার চেয়েছেন সকলের কাছে।

বিধবা মিনারা বেগম হু হু করে কেঁদে কেঁদে বলেন, হালিম মুন্সী ও হারুন মুন্সী হচ্ছে তার স্বামীর আরেক সংসারের পুত্র। তাই স্বামীর মৃত্যুতে ওই সন্তানেরা প্রতিনিয়ত আমার উপর অমানবিক অত্যাচার চালায়। আমার স্বামীর জীবদ্ধশায় স্বামীর নগদ টাকার প্রয়োজনে মাথা গোজার ঠাই বসত ভিটাটুকু বিক্রি করে দিতে চাইলে আমি আমার স্বামীর শেষ সম্বলটুকু আকড়ে রাখতে নিজের মাথা গোজার জায়গাটা নিশ্চিত করতে বাবার বাড়ির গরু বিক্রি করে নগদ ৩৩ হাজার টাকা দিয়ে বসত ভিটার ৩৫ শতাংশ জমি নিজের নামে রেখে দেই। তিনি অভিযোগ করে আরও বলেন, বর্তমানে ওই জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় বখাটে ছেলে হালিম মুন্সীর আমার জমির প্রতি তার কু-নজর পরেছে। এখন প্রতিনিয়ত আমাকে বাড়ি থেকে নামাতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। শুধু তাই নয় বাড়ির বড় বড় গাছ কেটে নিয়েছে তারা। অপরদিকে আমি এ নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাসাবে বলে ভয় ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে হালিম মুন্সী ও হারুন মুন্সীর কাছে জানতে চাইলে তারা বলেন, যা করেছি তা মায়ের অনুমতি নিয়েই করেছি, তবে কাগজ-পত্র ঠিক থাকলে মায়ের জায়গা তাকে বুঝিয়ে দেয়া হবে।

 

বা/খ : জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *