নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দায় কলমাকান্দা-নাজিরপুর জিসি রাস্তার চান্দুয়াইল খালে নির্মানাধীন গার্ডার ব্রিজের নিমার্ণকাজ সোমবার পরিদর্শন করেছেন নেত্রকোণা-১ আসনের সাংসদ মানু মজুমদার এমপি। এলজিইডি প্রায় ১২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, নাজিম উদ্দিন, এলজিইডি প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাংসদ মানু মজুমদারের নিরলশ প্রচেষ্টায় উক্ত ব্রিজটি অনুমোদন ও নিমার্ণ কাজ শুরু হয়।
বা/খ : এসআর।