ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মারা গেলেন পরিচালক প্রদীপ সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ৪৬৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: নির্মাণের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ডায়ালাইসিস চলছিল তার। হঠাৎই শরীরের পটাশিয়ামের পরিমাণ কমে যায়। পরিস্থিতি দ্রুত খারাপ হয়। পরে শুক্রবার (২৪ মার্চ) ভোররাতে হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় পরিচালকের।

হিন্দুস্তান টাইমসের খবর বলছে, প্রদীপ সরকারের মৃত্যুর খবরে এদিন ঘুম ভেঙেছে বলিপাড়ার। পরিবারের পক্ষ থেকে এদিন বিকেল ৪টার দিকে সান্তাক্রুজ মহাশ্মশানে নির্মাতার শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে।

বলিউডের এ নির্মাতা ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনের মাধ্যমে। অনেক অ্যাড ফিল্ম পরিচালনা করেছেন তিনি। এরপর পরিচালক হিসেবে ‘পরিণীত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। অভিনেতা সাইফ-বিদ্যা অভিনীত এ সিনেমাটি হিট হয়েছিল সেই সময়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনিতে জাতীয়স্তরের দর্শকদের সামনে নিখুঁতবাবে সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। এরপর ‘লাগা চুনরি মেঁ দাগ’ (২০০৭), ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মর্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮)-এর মতো সিনেমা পরিচালনা করেন তিনি।

সময়ের সঙ্গে নিজেকে সমানতালে রেখেছেন এ বাঙালি পরিচালক। ওটিটি প্লাটফর্মেও কাজ করেছিলেন তিনি। ‘কোল্ড লস্যি অউর চিকেন মশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’-র মতো ওয়েব সিরিজ পরিচালনা করতে দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

মারা গেলেন পরিচালক প্রদীপ সরকার

আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক: নির্মাণের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ডায়ালাইসিস চলছিল তার। হঠাৎই শরীরের পটাশিয়ামের পরিমাণ কমে যায়। পরিস্থিতি দ্রুত খারাপ হয়। পরে শুক্রবার (২৪ মার্চ) ভোররাতে হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় পরিচালকের।

হিন্দুস্তান টাইমসের খবর বলছে, প্রদীপ সরকারের মৃত্যুর খবরে এদিন ঘুম ভেঙেছে বলিপাড়ার। পরিবারের পক্ষ থেকে এদিন বিকেল ৪টার দিকে সান্তাক্রুজ মহাশ্মশানে নির্মাতার শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে।

বলিউডের এ নির্মাতা ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনের মাধ্যমে। অনেক অ্যাড ফিল্ম পরিচালনা করেছেন তিনি। এরপর পরিচালক হিসেবে ‘পরিণীত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। অভিনেতা সাইফ-বিদ্যা অভিনীত এ সিনেমাটি হিট হয়েছিল সেই সময়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনিতে জাতীয়স্তরের দর্শকদের সামনে নিখুঁতবাবে সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। এরপর ‘লাগা চুনরি মেঁ দাগ’ (২০০৭), ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মর্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮)-এর মতো সিনেমা পরিচালনা করেন তিনি।

সময়ের সঙ্গে নিজেকে সমানতালে রেখেছেন এ বাঙালি পরিচালক। ওটিটি প্লাটফর্মেও কাজ করেছিলেন তিনি। ‘কোল্ড লস্যি অউর চিকেন মশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’-র মতো ওয়েব সিরিজ পরিচালনা করতে দেখা গেছে তাকে।