ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার দল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

এর আগে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন ক্রোয়েশিয়ার ক্রোট কোচ জলাতকো ডালিচ। এবার সেই তালিকা থেকে আট জনকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন তিনি।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ মাতাবে কাতার ও ইকুয়েডর। এদিকে নিজেদের প্রথম ম্যাচে ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে গতবারের রানার্সআপরা।

ক্রোয়েশিয়ার ২৬ সদস্যের দল

গোলরক্ষক : ডমিনিক লিভাকোভিচ, আইভিকা ইভুসিভ এবং ইভু গ্রাবিচ।

ডিফেন্ডার : ডমাগোজ ভিদা, ডেজান লভরন, বরনা বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জস্কো গভারদিওল, বরনা সোসা, জোসিপ স্ট্যানিসিচ, মারটিন এরলিচ এবং জোসিপ সুতালো।

মিডফিল্ডার : লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভরো মায়ের, ক্রিস্টিয়ান জ্যাকিক্স, লুকা সুচিচ এবং জোসিপ মিসিচ।

ফরোয়ার্ড : ইভান পেরিসিচ, আন্দ্রেহ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিস্লাভ ওরসিচ, আন্তে বুদিমির এবং মার্কো লিভাহা।

 

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার দল ঘোষণা

আপডেট সময় : ১১:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

এর আগে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন ক্রোয়েশিয়ার ক্রোট কোচ জলাতকো ডালিচ। এবার সেই তালিকা থেকে আট জনকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন তিনি।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ মাতাবে কাতার ও ইকুয়েডর। এদিকে নিজেদের প্রথম ম্যাচে ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে গতবারের রানার্সআপরা।

ক্রোয়েশিয়ার ২৬ সদস্যের দল

গোলরক্ষক : ডমিনিক লিভাকোভিচ, আইভিকা ইভুসিভ এবং ইভু গ্রাবিচ।

ডিফেন্ডার : ডমাগোজ ভিদা, ডেজান লভরন, বরনা বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জস্কো গভারদিওল, বরনা সোসা, জোসিপ স্ট্যানিসিচ, মারটিন এরলিচ এবং জোসিপ সুতালো।

মিডফিল্ডার : লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভরো মায়ের, ক্রিস্টিয়ান জ্যাকিক্স, লুকা সুচিচ এবং জোসিপ মিসিচ।

ফরোয়ার্ড : ইভান পেরিসিচ, আন্দ্রেহ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিস্লাভ ওরসিচ, আন্তে বুদিমির এবং মার্কো লিভাহা।