ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইমনের ক্যারিয়ারে বলার মতো ছবি ‘বীরত্ব’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / ৪৭১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার মুক্তি পাওয়া ‘বীরত্ব’ ছবি দেখে দর্শকদের অভিমত, চোখে পড়ার মতো অভিনয় করেছেন ইমন। নায়ক নয়, এতে তিনি অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। আর ইমনের অভিনেতা হওয়ার চেষ্টা সফল হয়েছে। হল থেকে বেরিয়ে ইমনের প্রশংসা করছেন মুগ্ধ দর্শক।

ইমন বলেন, শুধু সিনেপ্লেক্স নয় সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও প্রশংসা করছেন। অনেকেই পাসওয়ার্ড ছবির উদাহরণ টেনে বলছেন, পাসওয়ার্ডের পর বীরত্ব ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছি। দর্শকের এই মতামতগুলো আমাকে যেমন সাহস দিচ্ছে তেমন অনুপ্রেরণা যোগাচ্ছে।

তিনি বলেন, কিছু ছবি থাকে যেগুলো বলার মতো কাজ হয়। আমি মনে করি, বীরত্ব আমার ক্যারিয়ারে বলার মতো একটি ছবি। আমাকে নিয়ে আগে-পিছে যারা বিভিন্ন কথা বলে তাদের বলবো অবশ্যই ‘বীরত্ব’ দেখুন। শাকিব ভাইয়ের সঙ্গে পাসওয়ার্ড করে ভূয়সী প্রশংসা পেয়েছিলাম সেই স্বাদ পাচ্ছি।

রাজবাড়ী গোয়ালন্দ ও দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের দিয়ে বিভিন্ন ক্রাইমের বিরুদ্ধে লড়ে যাওয়া একজন ডাক্তারের গল্প নিয়ে নির্মিত হয়েছে বীরত্ব। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক ইমন। দর্শক বলছেন, শুরু থেকে ইমন যেভাবে পর্দায় ছিলেন তার এই ন্যারাচাল অভিনয় আগে দেখেনি কেউ। দুর্দান্ত অভিনয় দিয়ে ইমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার দৌড়ে এগিয়ে থাকবেন! ছবিটি দেখে আসলেই তাই মনে হয়েছে।

ইমনের অভিনয় ছিল সাবলীল। তার পরিমিত অভিনয় শেষ পর্যন্ত দর্শকদের হলে বসিয়ে রেখেছে। স্টার সিনেপ্লেক্সে ‘বীরত্ব’ দেখা কয়েকজন দর্শকের সঙ্গে আলাপ করলে তারা জানান, ইমনের এমন অভিনয় আগে দেখেননি। পাশাপাশি খল চরিত্রে ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিমকে একেবারে নতুনভাবে পেয়েছেন। যৌনকর্মীর চরিত্রে নিপুনের উপস্থিতি নজর কেড়েছে। অভিষিক্ত হওয়া নায়িকা সালওয়াকেও স্ক্রিনে দেখতে চমৎকার লেগেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্র ও শনিবার এ দুই দিন সিনেমাটির বেশির ভাগ শো হাউসফুল গেছে। পাশাপাশি সিনেমার দর্শক ‘বীরত্ব’ দেখে মুগ্ধতার কথা বলছে।

৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে নাটকীয়তা, ক্রাইম, থ্রিলার ঘরানার ছবি ‘বীরত্ব’। পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম ছবি।

এই নির্মাতা বলেন, শুক্রবার সবখানে ভালো গেছে। শনিবার মিরপুরের সনিতে হাউসফুল ছিল। রবিবার সন্ধ্যাতেও সিনেপ্লেক্সে অনেকেই দেখবে, হাউসফুল যাবে। ঢাকার বাইরেও ভালো যাচ্ছে। ছবি যারা দেখছেন, তারা কেউ খারাপ বলছেন না। তাই সবাইকে হলে এসে বীরত্ব দেখার আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ইমনের ক্যারিয়ারে বলার মতো ছবি ‘বীরত্ব’

আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

শুক্রবার মুক্তি পাওয়া ‘বীরত্ব’ ছবি দেখে দর্শকদের অভিমত, চোখে পড়ার মতো অভিনয় করেছেন ইমন। নায়ক নয়, এতে তিনি অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। আর ইমনের অভিনেতা হওয়ার চেষ্টা সফল হয়েছে। হল থেকে বেরিয়ে ইমনের প্রশংসা করছেন মুগ্ধ দর্শক।

ইমন বলেন, শুধু সিনেপ্লেক্স নয় সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও প্রশংসা করছেন। অনেকেই পাসওয়ার্ড ছবির উদাহরণ টেনে বলছেন, পাসওয়ার্ডের পর বীরত্ব ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছি। দর্শকের এই মতামতগুলো আমাকে যেমন সাহস দিচ্ছে তেমন অনুপ্রেরণা যোগাচ্ছে।

তিনি বলেন, কিছু ছবি থাকে যেগুলো বলার মতো কাজ হয়। আমি মনে করি, বীরত্ব আমার ক্যারিয়ারে বলার মতো একটি ছবি। আমাকে নিয়ে আগে-পিছে যারা বিভিন্ন কথা বলে তাদের বলবো অবশ্যই ‘বীরত্ব’ দেখুন। শাকিব ভাইয়ের সঙ্গে পাসওয়ার্ড করে ভূয়সী প্রশংসা পেয়েছিলাম সেই স্বাদ পাচ্ছি।

রাজবাড়ী গোয়ালন্দ ও দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের দিয়ে বিভিন্ন ক্রাইমের বিরুদ্ধে লড়ে যাওয়া একজন ডাক্তারের গল্প নিয়ে নির্মিত হয়েছে বীরত্ব। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক ইমন। দর্শক বলছেন, শুরু থেকে ইমন যেভাবে পর্দায় ছিলেন তার এই ন্যারাচাল অভিনয় আগে দেখেনি কেউ। দুর্দান্ত অভিনয় দিয়ে ইমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার দৌড়ে এগিয়ে থাকবেন! ছবিটি দেখে আসলেই তাই মনে হয়েছে।

ইমনের অভিনয় ছিল সাবলীল। তার পরিমিত অভিনয় শেষ পর্যন্ত দর্শকদের হলে বসিয়ে রেখেছে। স্টার সিনেপ্লেক্সে ‘বীরত্ব’ দেখা কয়েকজন দর্শকের সঙ্গে আলাপ করলে তারা জানান, ইমনের এমন অভিনয় আগে দেখেননি। পাশাপাশি খল চরিত্রে ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিমকে একেবারে নতুনভাবে পেয়েছেন। যৌনকর্মীর চরিত্রে নিপুনের উপস্থিতি নজর কেড়েছে। অভিষিক্ত হওয়া নায়িকা সালওয়াকেও স্ক্রিনে দেখতে চমৎকার লেগেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্র ও শনিবার এ দুই দিন সিনেমাটির বেশির ভাগ শো হাউসফুল গেছে। পাশাপাশি সিনেমার দর্শক ‘বীরত্ব’ দেখে মুগ্ধতার কথা বলছে।

৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে নাটকীয়তা, ক্রাইম, থ্রিলার ঘরানার ছবি ‘বীরত্ব’। পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম ছবি।

এই নির্মাতা বলেন, শুক্রবার সবখানে ভালো গেছে। শনিবার মিরপুরের সনিতে হাউসফুল ছিল। রবিবার সন্ধ্যাতেও সিনেপ্লেক্সে অনেকেই দেখবে, হাউসফুল যাবে। ঢাকার বাইরেও ভালো যাচ্ছে। ছবি যারা দেখছেন, তারা কেউ খারাপ বলছেন না। তাই সবাইকে হলে এসে বীরত্ব দেখার আহ্বান জানাচ্ছি।