ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পোশাক কারখানার কর্মী নিহতের পর ট্রাকে আগুন: মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / ৪৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজী মকবুল, গাজীপুর :

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় তারা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ৫০টি যানবাহন ভাংচুর করেন। রবিবার (২২ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তা কর্মীর নাম আজাদুল হক (৩৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আমগাঁও গ্রামের মৃত আরব আলীর ছেলে। তিনি মহাসড়কে ‘মাহমুদ জিন্স’ নামে ওই কারখানার শ্রমিক পারাপারের দায়িত্ব পালন করছিলেন।

কারখানার সিকিউরিটি ইনচার্জ আবু তাহের ফারুকী জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক পার হচ্ছিলেন। আজাদুল সিগন্যাল দিয়ে যানবাহন থামাচ্ছিলেন। সে সময় কয়েকটি যানবাহন থামলেও ওই ট্রাকটি সিগন্যাল না মেনে তার ওপর দিলে চলে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই আজাদুল নিহত হন। চালক ট্রাক রেখে পালিয়ে গেলে শ্রমিকরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় পাশের নূর গ্রæপের শ্রমিকরা মাহমুদ জিন্স পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মিলে প্রায় দশ হাজার শ্রমিক লাশ নিয়ে ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থান নেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ৫০টি যানবাহন ভাংচুর করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, যানবাহনে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিয়ে ধাওয়া করে ফিরিয়ে দেন।

কালিয়াকৈরের শিল্প পুলিশের পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, শ্রমিকদের দাবি অনুযায়ী দুর্ঘটনাস্থলে ফুটওভারব্রিজ স্থাপন করে দেওয়া হবে। তাদের দাবি মানার প্রতিশ্রুতিতে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান ঘটনাস্থলে এসে এই প্রতিশ্রুতি পূরণের নিশ্চয়তা দেন। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

পোশাক কারখানার কর্মী নিহতের পর ট্রাকে আগুন: মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

কাজী মকবুল, গাজীপুর :

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় তারা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ৫০টি যানবাহন ভাংচুর করেন। রবিবার (২২ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তা কর্মীর নাম আজাদুল হক (৩৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আমগাঁও গ্রামের মৃত আরব আলীর ছেলে। তিনি মহাসড়কে ‘মাহমুদ জিন্স’ নামে ওই কারখানার শ্রমিক পারাপারের দায়িত্ব পালন করছিলেন।

কারখানার সিকিউরিটি ইনচার্জ আবু তাহের ফারুকী জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক পার হচ্ছিলেন। আজাদুল সিগন্যাল দিয়ে যানবাহন থামাচ্ছিলেন। সে সময় কয়েকটি যানবাহন থামলেও ওই ট্রাকটি সিগন্যাল না মেনে তার ওপর দিলে চলে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই আজাদুল নিহত হন। চালক ট্রাক রেখে পালিয়ে গেলে শ্রমিকরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় পাশের নূর গ্রæপের শ্রমিকরা মাহমুদ জিন্স পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মিলে প্রায় দশ হাজার শ্রমিক লাশ নিয়ে ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থান নেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ৫০টি যানবাহন ভাংচুর করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, যানবাহনে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিয়ে ধাওয়া করে ফিরিয়ে দেন।

কালিয়াকৈরের শিল্প পুলিশের পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, শ্রমিকদের দাবি অনুযায়ী দুর্ঘটনাস্থলে ফুটওভারব্রিজ স্থাপন করে দেওয়া হবে। তাদের দাবি মানার প্রতিশ্রুতিতে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান ঘটনাস্থলে এসে এই প্রতিশ্রুতি পূরণের নিশ্চয়তা দেন। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বা/খ: এসআর।