ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৭৬ বছর বয়সে সংসার পাতলেন কারিনার বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

তারকাদের সংসার ভাঙা গড়া মামুলী বিষয়। হরহামেশা এমন খবর সামনে চলে আসে। এবার এ তালিকায় নাম উঠল বলিউড তারকা কারিনা কাপুরের বাবা রণধীর কাপুরের। ৭৬ বছর বয়সে সংসার পাতলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে নতুন করে বিয়ে করেননি রণধীর। দীর্ঘদিন পর তার সংসারে ফিরে এসেছে স্ত্রী ববিতা। ৮০’র দশকে মতের নানা অমিলের কারণে আলাদা থাকতে শুরু করেন তারা। দুই মেয়ে করিনা কাপুর ও করিশমা কাপুরকে নিয়ে স্বামীর সংসার ত্যাগ করেন তিনি।

দুজনেই সিনেমার মানুষ। তাইতো তাদের জীবন অনেকটা সিনেমার মতোই। বনিবনা না হওয়ায় আশির দশকের শেষ দিকে আলাদা থাকতে শুরু করেন বর্ষীয়ান বলিউড অভিনেতা রণধীর কাপুর ও তার স্ত্রী ববিতা। অবশেষে বিভেদ ভুলে আবারও এক ছাদের নিচে থাকতে শুরু করেছেন তারা। মাঝখানে কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর।

ববিতা এবং রণধীর যে সময় সংসার পেতেছিলেন তখন বিয়েকে মূলত একটা ধর্মানুষ্ঠান বলেই দেখা হতো। তখন স্বামী-স্ত্রীর বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া— এই বিষয়গুলো খুব একটা ভালো চোখে দেখা হত না। সেই সময় দাঁড়িয়ে ১৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু কখনও তাদের আইনি বিচ্ছেদ হয়নি।

When Randhir Kapoor wished his daughters Kareena Kapoor-Karisma 'adopted  him as father', called himself a 'horrible husband' | Entertainment  News,The Indian Express

একসঙ্গে থাকতেন না বহু বছর। দুই মেয়ে কারিশমা এবং কারিনাকেও একা হাতে মানুষ করেন ববিতা। এত বছর আলাদা থাকার পর আবারও একসঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিলেন ববিতা এবং রণধীর।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, বান্দ্রার বাড়িতে গত সাত মাস ধরেই একসঙ্গে থাকছেন ববিতা-রণধীর। আর মা-বাবার এই সিদ্ধান্তে খুশি কারিনা আর কারিশমাও। মাঝে ২০০৮ সাল নাগাদও শোনা গিয়েছিল বলিউডের এই দুই কিংবদন্তি জুটি একসঙ্গে থাকবেন। পরে রণধীর নিজেই জানান, আপাতত এরকম হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আরকে বাংলো থেকে বেরিয়ে এলেও কাপুর পরিবারের সব রকমের দায়িত্ব এবং কর্তব্য এতদিন পালন করে এসেছেন ববিতা। তারা দুজনেই আপাতত বান্দ্রার বাড়িতে নতুনভাবে সংসার পেতেছেন। ১৯৭১ সালে ‘কাল আজ অর কাল’ মুক্তির পরপরই বিয়ে করেন এই জুটি।

নিউজটি শেয়ার করুন

৭৬ বছর বয়সে সংসার পাতলেন কারিনার বাবা

আপডেট সময় : ০৪:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : 

তারকাদের সংসার ভাঙা গড়া মামুলী বিষয়। হরহামেশা এমন খবর সামনে চলে আসে। এবার এ তালিকায় নাম উঠল বলিউড তারকা কারিনা কাপুরের বাবা রণধীর কাপুরের। ৭৬ বছর বয়সে সংসার পাতলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে নতুন করে বিয়ে করেননি রণধীর। দীর্ঘদিন পর তার সংসারে ফিরে এসেছে স্ত্রী ববিতা। ৮০’র দশকে মতের নানা অমিলের কারণে আলাদা থাকতে শুরু করেন তারা। দুই মেয়ে করিনা কাপুর ও করিশমা কাপুরকে নিয়ে স্বামীর সংসার ত্যাগ করেন তিনি।

দুজনেই সিনেমার মানুষ। তাইতো তাদের জীবন অনেকটা সিনেমার মতোই। বনিবনা না হওয়ায় আশির দশকের শেষ দিকে আলাদা থাকতে শুরু করেন বর্ষীয়ান বলিউড অভিনেতা রণধীর কাপুর ও তার স্ত্রী ববিতা। অবশেষে বিভেদ ভুলে আবারও এক ছাদের নিচে থাকতে শুরু করেছেন তারা। মাঝখানে কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর।

ববিতা এবং রণধীর যে সময় সংসার পেতেছিলেন তখন বিয়েকে মূলত একটা ধর্মানুষ্ঠান বলেই দেখা হতো। তখন স্বামী-স্ত্রীর বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া— এই বিষয়গুলো খুব একটা ভালো চোখে দেখা হত না। সেই সময় দাঁড়িয়ে ১৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু কখনও তাদের আইনি বিচ্ছেদ হয়নি।

When Randhir Kapoor wished his daughters Kareena Kapoor-Karisma 'adopted  him as father', called himself a 'horrible husband' | Entertainment  News,The Indian Express

একসঙ্গে থাকতেন না বহু বছর। দুই মেয়ে কারিশমা এবং কারিনাকেও একা হাতে মানুষ করেন ববিতা। এত বছর আলাদা থাকার পর আবারও একসঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিলেন ববিতা এবং রণধীর।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, বান্দ্রার বাড়িতে গত সাত মাস ধরেই একসঙ্গে থাকছেন ববিতা-রণধীর। আর মা-বাবার এই সিদ্ধান্তে খুশি কারিনা আর কারিশমাও। মাঝে ২০০৮ সাল নাগাদও শোনা গিয়েছিল বলিউডের এই দুই কিংবদন্তি জুটি একসঙ্গে থাকবেন। পরে রণধীর নিজেই জানান, আপাতত এরকম হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আরকে বাংলো থেকে বেরিয়ে এলেও কাপুর পরিবারের সব রকমের দায়িত্ব এবং কর্তব্য এতদিন পালন করে এসেছেন ববিতা। তারা দুজনেই আপাতত বান্দ্রার বাড়িতে নতুনভাবে সংসার পেতেছেন। ১৯৭১ সালে ‘কাল আজ অর কাল’ মুক্তির পরপরই বিয়ে করেন এই জুটি।