ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে: আমু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন সেদিন থেকেই তার বিরুদ্ধে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদূর প্রসারি নেতৃত্বে দেশের অগ্রগতি যারা মেনে নিতে পারেননি।

শনিবার (৩ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে গণতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার যাদের অন্তরে ঘা লেগেছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি সমাবেশের নামে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে আবারও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনার ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ৷

আমির হোসেন আমু বলেন, বামপন্থি রাজনীতি যতো শক্তিশালী হবে গণতান্ত্রিক, প্রগতিশীল রাজনীতি ততো বেশি গতিশীল হবে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে জাতীয় রাজনীতিতে বিএনপি নয়, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বিরোধীদলটিও যেন মুক্তিযুদ্ধের চেতনার দল হয়।

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে: আমু

আপডেট সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন সেদিন থেকেই তার বিরুদ্ধে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদূর প্রসারি নেতৃত্বে দেশের অগ্রগতি যারা মেনে নিতে পারেননি।

শনিবার (৩ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে গণতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার যাদের অন্তরে ঘা লেগেছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি সমাবেশের নামে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে আবারও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনার ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ৷

আমির হোসেন আমু বলেন, বামপন্থি রাজনীতি যতো শক্তিশালী হবে গণতান্ত্রিক, প্রগতিশীল রাজনীতি ততো বেশি গতিশীল হবে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে জাতীয় রাজনীতিতে বিএনপি নয়, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বিরোধীদলটিও যেন মুক্তিযুদ্ধের চেতনার দল হয়।

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।