ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্ত্রীর দোকানে গুলি, মেসিকে হত্যার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনার ফুটবল দলের মহাতারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। এসময় মার্কেট বন্ধ ছিলো। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিলো।

মেসিকে হুমকি দেওয়া লেখাটা ছিলো এরকম, মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।

মেসির স্ত্রীর মার্কেটে গুলি, মেসিকে হত্যার হুমকি মেসির স্ত্রীর মার্কেটে  গুলি, মেসিকে হত্যার হুমকি

রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

সান্তা ফের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্লাওদিও ব্রিল্লোনি গণমাধ্যমকে জানান, ওই হামলার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ দৃঢ়ভাবে কোনো কিছু অনুমান করতে পারছে না। প্রসিকিউটর ফেদেরিকো রেবোলা জানিয়েছেন, রোক্কুস্সো পরিবারের কেউ পূর্বে কোনো হুমকি পাননি, রোসারিওর একটি গণমাধ্যম এটা জানিয়েছে।

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

‘টিম মেসি’ এবং আন্তোনেল্লা রোকুস্সোর ইনস্টাগ্রাম প্রোফাইলেও এই হামলার বিষয়ে কোনো পোস্ট বা উল্লেখ নেই। আর্জেন্টিনার সব শহরের মধ্যে রোসারিওতে খুনের হার সবচেয়ে বেশি।

রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝেমধ্যে রোজারিওর সেই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদযাপন করেন মেসি। সূত্র: ডেইলি মেইল।

 

নিউজটি শেয়ার করুন

স্ত্রীর দোকানে গুলি, মেসিকে হত্যার হুমকি

আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনার ফুটবল দলের মহাতারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। এসময় মার্কেট বন্ধ ছিলো। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিলো।

মেসিকে হুমকি দেওয়া লেখাটা ছিলো এরকম, মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।

মেসির স্ত্রীর মার্কেটে গুলি, মেসিকে হত্যার হুমকি মেসির স্ত্রীর মার্কেটে  গুলি, মেসিকে হত্যার হুমকি

রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

সান্তা ফের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্লাওদিও ব্রিল্লোনি গণমাধ্যমকে জানান, ওই হামলার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ দৃঢ়ভাবে কোনো কিছু অনুমান করতে পারছে না। প্রসিকিউটর ফেদেরিকো রেবোলা জানিয়েছেন, রোক্কুস্সো পরিবারের কেউ পূর্বে কোনো হুমকি পাননি, রোসারিওর একটি গণমাধ্যম এটা জানিয়েছে।

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

‘টিম মেসি’ এবং আন্তোনেল্লা রোকুস্সোর ইনস্টাগ্রাম প্রোফাইলেও এই হামলার বিষয়ে কোনো পোস্ট বা উল্লেখ নেই। আর্জেন্টিনার সব শহরের মধ্যে রোসারিওতে খুনের হার সবচেয়ে বেশি।

রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝেমধ্যে রোজারিওর সেই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদযাপন করেন মেসি। সূত্র: ডেইলি মেইল।