ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সূর্যের কাছে ভারত, গড়ল ইতিহাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / ৫৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাকাশে আরেকটি ইতিহাস গড়ল ভারত। গত বছরের আগস্টে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ভারতের মহাকাশযান চন্দ্রযান–৩। এবার দেশটির আরেক মহাকাশযান আদিত্য–এল১ পৌঁছাল সূর্যের কাছাকাছি। শনিবার এই যান পৌঁছার পর টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সানডে (রোববার) আসার আগেই শনিবার সূর্যের কাছে পৌঁছে গেল ভারত। গত সেপ্টেম্বর মাসে মহাকাশে আদিত্য–এল১ পাঠায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আদিত্য–এল১ সূর্যের খুব কাছে রয়েছে। এর দূরত্ব এখন পৃথিবীর পরিমণ্ডল থেকে ১০ লাখ মাইল। তবে এই দূরত্ব পৃথিবী থেকে সূর্যের মোট দূরত্বের মাত্র ১ শতাংশ। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা বলছে, ল্যাগারেঞ্জ পয়েন্ট ওয়ানে আছে আদিত্য–এল১।

এখান থেকেই আগামী ৫ বছর সূর্যে গবেষণা চালাবে ভারত। সংগ্রহ করবে নানা তথ্য। সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল১। এই প্রথম সূর্যের এত কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে দেশটি।

এই মাইলফলক অর্জনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, ‘ভারত আরও এক মাইলফলক তৈরি করল। ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্য-এল১ তার গন্তব্যে পৌঁছেছে। এটি আমাদের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফসল। ইসরোর এই অভাবনীয় সাফল্যে সারা দেশের সঙ্গে সঙ্গে আমিও গর্বিত। মানবসভ্যতার স্বার্থে আমরা বিজ্ঞানের এমনই আরও অনেক দ্বার উন্মোচন করতে থাকব।’

ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে। তারাও সূর্যকে পর্যবেক্ষণ করছে।

গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। এরপর পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারপাশেই পাক খাচ্ছিল সৌরযানটি। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরিয়ে যায় সেটি। চার মাসের দীর্ঘ যাত্রাও মসৃণ ছিল। তেমন কোনও বাধা আসেনি আদিত্য-এল১-এর পথে। সূর্যের নানা ধরনের ছবি তুলে পাঠিয়েছে সৌরযান।

নিউজটি শেয়ার করুন

সূর্যের কাছে ভারত, গড়ল ইতিহাস

আপডেট সময় : ১১:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

মহাকাশে আরেকটি ইতিহাস গড়ল ভারত। গত বছরের আগস্টে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ভারতের মহাকাশযান চন্দ্রযান–৩। এবার দেশটির আরেক মহাকাশযান আদিত্য–এল১ পৌঁছাল সূর্যের কাছাকাছি। শনিবার এই যান পৌঁছার পর টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সানডে (রোববার) আসার আগেই শনিবার সূর্যের কাছে পৌঁছে গেল ভারত। গত সেপ্টেম্বর মাসে মহাকাশে আদিত্য–এল১ পাঠায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আদিত্য–এল১ সূর্যের খুব কাছে রয়েছে। এর দূরত্ব এখন পৃথিবীর পরিমণ্ডল থেকে ১০ লাখ মাইল। তবে এই দূরত্ব পৃথিবী থেকে সূর্যের মোট দূরত্বের মাত্র ১ শতাংশ। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা বলছে, ল্যাগারেঞ্জ পয়েন্ট ওয়ানে আছে আদিত্য–এল১।

এখান থেকেই আগামী ৫ বছর সূর্যে গবেষণা চালাবে ভারত। সংগ্রহ করবে নানা তথ্য। সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল১। এই প্রথম সূর্যের এত কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে দেশটি।

এই মাইলফলক অর্জনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, ‘ভারত আরও এক মাইলফলক তৈরি করল। ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্য-এল১ তার গন্তব্যে পৌঁছেছে। এটি আমাদের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফসল। ইসরোর এই অভাবনীয় সাফল্যে সারা দেশের সঙ্গে সঙ্গে আমিও গর্বিত। মানবসভ্যতার স্বার্থে আমরা বিজ্ঞানের এমনই আরও অনেক দ্বার উন্মোচন করতে থাকব।’

ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে। তারাও সূর্যকে পর্যবেক্ষণ করছে।

গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। এরপর পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারপাশেই পাক খাচ্ছিল সৌরযানটি। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরিয়ে যায় সেটি। চার মাসের দীর্ঘ যাত্রাও মসৃণ ছিল। তেমন কোনও বাধা আসেনি আদিত্য-এল১-এর পথে। সূর্যের নানা ধরনের ছবি তুলে পাঠিয়েছে সৌরযান।