ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিংহাসনচ্যুত হওয়ার শঙ্কায় পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: দু’দিন আগেই নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছে পাকিস্তান। ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে চতুর্থটিতে নিউজিল্যান্ডকে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে ম্যান ইন গ্রিনরা।

এদিন ব্যাট হাতে দুইটি মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে দ্রুততম সময়ে ওয়ানডেতে ১৮ সেঞ্চুরি করার রেকর্ডও নিজের করে নেন এ পাক অধিনায়ক।

পাকিস্তান ওয়ানডেতে শীর্ষস্থানে ওঠায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে বাবর-রিজওয়ানদের অভিনন্দন জানান। ক্রিকেট বোর্ড প্রধানসহ সাবেক ক্রিকেটাররাও বাবরদের বাহবা জানান।

২০০২ সাল অক্টোবর থেকে ক্রিকেটের বৈশ্বিক কর্তৃপক্ষ আইসিসি পারফরম্যান্সের জন্য মাসিক রেটিং পয়েন্ট প্রদান শুরু করে। আর রেটিংয়ের ভিত্তিতে নির্ধারিত হয় র‍্যাঙ্কিংয়ে অবস্থান। সে হিসেবে কিউইদের বিপক্ষে টানা ৪ ম্যাচ জয়ে পাকিস্তানের রেটিং ৭ পয়েন্ট বেড়ে হয় ১১৩। সমান রেটিং আছে অস্ট্রেলিয়া আর ভারতেরও। তবে ম্যাচসংখ্যা বিবেচনায় ও রেটিং পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠে যায় বাবর-শাহিনরা। যা গত দুই দশকের মধ্যে এই প্রথম।

তবে বাবরদের এই অসামান্য অর্জন এখন হুমকির মুখে। কেননা তারা আজই হতে পারে সিংহাসনচ্যুত। আর যদি তা হয় তাহলে বিশ্বের প্রথম দল হিসেবে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে বাবরের দল। সেই সঙ্গে তারা নেমে যাবে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে।

মাসিক রেটিং চালুর পর সবচেয়ে বেশি ১৪৫ মাস এক নম্বরে ছিল অস্ট্রেলিয়া। সবচেয়ে কম যাদের সেই নিউজিল্যান্ডও দুই দফা মিলিয়ে ১৮ মাস শীর্ষে ছিল। প্রথমবার র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠা পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ ম্যাচে আজ হেরে গেলে তিনে নেমে যাবে।

এতে করে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে বাবরের দল। এর আগে কেউ র‌্যাঙ্কিংয়ে ওঠার দু’দিনের মাথায় সিংহাসনচ্যুত হয়নি। সর্বনিম্ন ৩ দিনই পরই শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছিল ইংল্যান্ড। তাও সেটা এ বছরের জানুয়ারিতে ভারতের কাছে।

বাবরের দলের সামনে এখন ইংল্যান্ডকে টপকে সর্বনিম্ন সময়ের রেকর্ড ঠেকানোর চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন

সিংহাসনচ্যুত হওয়ার শঙ্কায় পাকিস্তান

আপডেট সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: দু’দিন আগেই নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছে পাকিস্তান। ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে চতুর্থটিতে নিউজিল্যান্ডকে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে ম্যান ইন গ্রিনরা।

এদিন ব্যাট হাতে দুইটি মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে দ্রুততম সময়ে ওয়ানডেতে ১৮ সেঞ্চুরি করার রেকর্ডও নিজের করে নেন এ পাক অধিনায়ক।

পাকিস্তান ওয়ানডেতে শীর্ষস্থানে ওঠায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে বাবর-রিজওয়ানদের অভিনন্দন জানান। ক্রিকেট বোর্ড প্রধানসহ সাবেক ক্রিকেটাররাও বাবরদের বাহবা জানান।

২০০২ সাল অক্টোবর থেকে ক্রিকেটের বৈশ্বিক কর্তৃপক্ষ আইসিসি পারফরম্যান্সের জন্য মাসিক রেটিং পয়েন্ট প্রদান শুরু করে। আর রেটিংয়ের ভিত্তিতে নির্ধারিত হয় র‍্যাঙ্কিংয়ে অবস্থান। সে হিসেবে কিউইদের বিপক্ষে টানা ৪ ম্যাচ জয়ে পাকিস্তানের রেটিং ৭ পয়েন্ট বেড়ে হয় ১১৩। সমান রেটিং আছে অস্ট্রেলিয়া আর ভারতেরও। তবে ম্যাচসংখ্যা বিবেচনায় ও রেটিং পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠে যায় বাবর-শাহিনরা। যা গত দুই দশকের মধ্যে এই প্রথম।

তবে বাবরদের এই অসামান্য অর্জন এখন হুমকির মুখে। কেননা তারা আজই হতে পারে সিংহাসনচ্যুত। আর যদি তা হয় তাহলে বিশ্বের প্রথম দল হিসেবে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে বাবরের দল। সেই সঙ্গে তারা নেমে যাবে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে।

মাসিক রেটিং চালুর পর সবচেয়ে বেশি ১৪৫ মাস এক নম্বরে ছিল অস্ট্রেলিয়া। সবচেয়ে কম যাদের সেই নিউজিল্যান্ডও দুই দফা মিলিয়ে ১৮ মাস শীর্ষে ছিল। প্রথমবার র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠা পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ ম্যাচে আজ হেরে গেলে তিনে নেমে যাবে।

এতে করে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে বাবরের দল। এর আগে কেউ র‌্যাঙ্কিংয়ে ওঠার দু’দিনের মাথায় সিংহাসনচ্যুত হয়নি। সর্বনিম্ন ৩ দিনই পরই শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছিল ইংল্যান্ড। তাও সেটা এ বছরের জানুয়ারিতে ভারতের কাছে।

বাবরের দলের সামনে এখন ইংল্যান্ডকে টপকে সর্বনিম্ন সময়ের রেকর্ড ঠেকানোর চ্যালেঞ্জ।