ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাকিবের বলে তামিমের ক্যাচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

দেশসেরা এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়ে সরব গণমাধ্যম। তবে তারা জানিয়েছিলেন, খেলার মাঠে দুজনই নিজেদের সহযোগিতা করেন। যার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

বোর্ডে বড় পুঁজি নেই। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ২০৯ রানে। এই পুঁজি নিয়ে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে হলে বোলারদের অবিশ্বাস্য কিছু করতে হবে।

ছোট লক্ষ্য সফরকারীদের সামনে, ম্যাচে টিকে থাকতে হলে প্রথম থেকেই আক্রমণাত্মক বোলিং করতে হবে টাইগারদের। তাই বন্ধু সাকিব আল হাসানকে প্রথম ওভারেই বল হাতে তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে নাম্বার ওয়ান অলরাউন্ডারের প্রথম ওভারেই চমক। ইনিংসের প্রথম ওভারেই মারকুটে ওপেনার জেসন রয়কে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব।

ডাউন দ্য উইকেটে এসে লোফটিং শট খেলতে গিয়ে মিড অফে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে বসেন রয়।  সে সাকিবের সঙ্গে হাত মিলিয়ে মাতেন উদযাপনে। রয় আউট হন ৪ রানে। ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত করেন ৫৮ রান, মাহমুদউল্লাহ ৩১ আর তামিম ইকবাল ২৩ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

লিটন দাস ৭, মুশফিকুর রহিম ১৬, সাকিব ৮, আফিফ হোসেন ধ্রুব ৯ আর মেহেদি হাসান মিরাজ আউট হন মাত্র ৭ রান করে। শেষদিকে তাসকিন আহমেদের ১৪ আর তাইজুল ইসলামের ১০ রানে কোনোমতে দুইশ পার হয় টাইগাররা।

ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলি আর আদিল রশিদ।

নিউজটি শেয়ার করুন

সাকিবের বলে তামিমের ক্যাচ

আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

দেশসেরা এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়ে সরব গণমাধ্যম। তবে তারা জানিয়েছিলেন, খেলার মাঠে দুজনই নিজেদের সহযোগিতা করেন। যার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

বোর্ডে বড় পুঁজি নেই। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ২০৯ রানে। এই পুঁজি নিয়ে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে হলে বোলারদের অবিশ্বাস্য কিছু করতে হবে।

ছোট লক্ষ্য সফরকারীদের সামনে, ম্যাচে টিকে থাকতে হলে প্রথম থেকেই আক্রমণাত্মক বোলিং করতে হবে টাইগারদের। তাই বন্ধু সাকিব আল হাসানকে প্রথম ওভারেই বল হাতে তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে নাম্বার ওয়ান অলরাউন্ডারের প্রথম ওভারেই চমক। ইনিংসের প্রথম ওভারেই মারকুটে ওপেনার জেসন রয়কে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব।

ডাউন দ্য উইকেটে এসে লোফটিং শট খেলতে গিয়ে মিড অফে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে বসেন রয়।  সে সাকিবের সঙ্গে হাত মিলিয়ে মাতেন উদযাপনে। রয় আউট হন ৪ রানে। ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত করেন ৫৮ রান, মাহমুদউল্লাহ ৩১ আর তামিম ইকবাল ২৩ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

লিটন দাস ৭, মুশফিকুর রহিম ১৬, সাকিব ৮, আফিফ হোসেন ধ্রুব ৯ আর মেহেদি হাসান মিরাজ আউট হন মাত্র ৭ রান করে। শেষদিকে তাসকিন আহমেদের ১৪ আর তাইজুল ইসলামের ১০ রানে কোনোমতে দুইশ পার হয় টাইগাররা।

ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলি আর আদিল রশিদ।