ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি করেছে : জিএম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি করেছে। বিদ্যুৎ দেয়ার নাম করে টেন্ডার ছাড়া সমস্ত জায়গায় বিদ্যুৎ দিয়েছেন। জনগণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। এতে বিদ্যুৎ না পেলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা তাদের দিয়ে দেয়া হয়েছে।

সোমবার (৫ জুন) ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন। নবাবগঞ্জের বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জিএম কাদের আরও বলেন, পদ্মা সেতু নিজেদের অর্থায়নে হয়েছে বলে সরকার মিথ্যাচার করছেন। ঋণ টাকায় পদ্মা সেতু করা হয়েছে বলে জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা। এছাড়া দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এতে বক্তব্য রাখেন।

সম্মেলনের শেষ দিকে ঢাকা জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনর্নিবাচিত হন। সাধারণ সম্পাদক করা হয়েছে খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে।

নিউজটি শেয়ার করুন

সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি করেছে : জিএম কাদের

আপডেট সময় : ১১:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি করেছে। বিদ্যুৎ দেয়ার নাম করে টেন্ডার ছাড়া সমস্ত জায়গায় বিদ্যুৎ দিয়েছেন। জনগণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। এতে বিদ্যুৎ না পেলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা তাদের দিয়ে দেয়া হয়েছে।

সোমবার (৫ জুন) ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন। নবাবগঞ্জের বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জিএম কাদের আরও বলেন, পদ্মা সেতু নিজেদের অর্থায়নে হয়েছে বলে সরকার মিথ্যাচার করছেন। ঋণ টাকায় পদ্মা সেতু করা হয়েছে বলে জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা। এছাড়া দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এতে বক্তব্য রাখেন।

সম্মেলনের শেষ দিকে ঢাকা জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনর্নিবাচিত হন। সাধারণ সম্পাদক করা হয়েছে খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে।