ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীনগরে যাতায়াতের রাস্তা থেকে দেয়াল উচ্ছেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// মুনীরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি //
শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে এলাকাবাসীর যাতায়াতের একটি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ করায় ভোগান্তির সৃষ্টি হচ্ছিলো। এতে বিক্ষুদ্ধ এলাকাবাসী অবৈধভাবে রাস্তায় নির্মাণাধীণ দেয়ালটি ভেঙ্গে ফেলে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে যাতায়াতের রাস্তাটি অবমুক্ত হওয়ায় স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানায়, বাড়ৈগাঁও দক্ষিণ পাড়ার তমিজউদ্দিন শেখের পুত্র মো. মোতালেব শেখ ৪ ফুট প্রস্তের রাস্তাটি দখল করে প্রায় ৩০ ফুটের দৈর্ঘ দেয়াল নির্মাণ করে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে এলাকার ছাত্র-
ছাত্রীসহ ওই এলাকার হাজারো মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হয়। অথচ মোতালেবের বাবা তার জায়গা বিক্রির সময় রাস্তাটি লিখিত ভাবে রেজিস্ট্রি দলিল করে দেন। এনিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাস্তা থেকে অবৈধ
দেয়ালটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেও তা কোন কাজে আসেনি। উল্টো রাস্তাটি দখলে রাখার জন্য স্থানীয়দের কোনঠাসা করতে মোতালেব শেখ মিথ্যা মামলার ভয়ভীতি দেখানো শুরু করে।
ভুক্তভোগী ওহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, শামসুল মাদবরসহ অনেকেই বলেন,বাড়ৈগাঁও দক্ষিণ পাড়ার মরহুম ছমিরউদ্দিনের বাড়ি থেকে বাড়ৈগাঁও স্কুল সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হকের বাড়ি পর্যন্ত যাতায়াতের রাস্তাটি দক্ষিণ মুখে দখল করে দেয়াল করেন মোতালেব শেখ।
এ ব্যাপারে বক্তব্য জানতে মোতালেব শেখের সাক্ষাত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বাড়ির কেউ মুখ খুলতে রাজি হয়নি।
সাবেক ইউপি সদস্য আবু তাহের মাদবর জানান, তিনি মেম্বার থাকাকালীন সময় সরকারী টাকায় এই রাস্তায় মাটি ভরাটের কাজ হয়েছে। তখন কেউ বাঁধা দেয়নি।
বর্তমান ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগণের চলাচলের স্বার্থে রাস্তাটি আটকিয়ে রাখা ঠিক হয়নি।
আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হাই সিকদার জানান, প্রায় ২ বছর যাবত রাস্তাটি অবমুক্ত করার জন্য মোতালেব শেখকে বলা হচ্ছিল। সে কারও কথা রাখেননি। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী দেয়ালটি রাস্তা থেকে অপসারণ করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, জরুরী সেবার (৯৯৯) কল পেয়ে ঘটনা স্থলে
পুলিশ যায়। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শ্রীনগরে যাতায়াতের রাস্তা থেকে দেয়াল উচ্ছেদ

আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
// মুনীরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি //
শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে এলাকাবাসীর যাতায়াতের একটি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ করায় ভোগান্তির সৃষ্টি হচ্ছিলো। এতে বিক্ষুদ্ধ এলাকাবাসী অবৈধভাবে রাস্তায় নির্মাণাধীণ দেয়ালটি ভেঙ্গে ফেলে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে যাতায়াতের রাস্তাটি অবমুক্ত হওয়ায় স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানায়, বাড়ৈগাঁও দক্ষিণ পাড়ার তমিজউদ্দিন শেখের পুত্র মো. মোতালেব শেখ ৪ ফুট প্রস্তের রাস্তাটি দখল করে প্রায় ৩০ ফুটের দৈর্ঘ দেয়াল নির্মাণ করে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে এলাকার ছাত্র-
ছাত্রীসহ ওই এলাকার হাজারো মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হয়। অথচ মোতালেবের বাবা তার জায়গা বিক্রির সময় রাস্তাটি লিখিত ভাবে রেজিস্ট্রি দলিল করে দেন। এনিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাস্তা থেকে অবৈধ
দেয়ালটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেও তা কোন কাজে আসেনি। উল্টো রাস্তাটি দখলে রাখার জন্য স্থানীয়দের কোনঠাসা করতে মোতালেব শেখ মিথ্যা মামলার ভয়ভীতি দেখানো শুরু করে।
ভুক্তভোগী ওহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, শামসুল মাদবরসহ অনেকেই বলেন,বাড়ৈগাঁও দক্ষিণ পাড়ার মরহুম ছমিরউদ্দিনের বাড়ি থেকে বাড়ৈগাঁও স্কুল সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হকের বাড়ি পর্যন্ত যাতায়াতের রাস্তাটি দক্ষিণ মুখে দখল করে দেয়াল করেন মোতালেব শেখ।
এ ব্যাপারে বক্তব্য জানতে মোতালেব শেখের সাক্ষাত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বাড়ির কেউ মুখ খুলতে রাজি হয়নি।
সাবেক ইউপি সদস্য আবু তাহের মাদবর জানান, তিনি মেম্বার থাকাকালীন সময় সরকারী টাকায় এই রাস্তায় মাটি ভরাটের কাজ হয়েছে। তখন কেউ বাঁধা দেয়নি।
বর্তমান ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগণের চলাচলের স্বার্থে রাস্তাটি আটকিয়ে রাখা ঠিক হয়নি।
আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হাই সিকদার জানান, প্রায় ২ বছর যাবত রাস্তাটি অবমুক্ত করার জন্য মোতালেব শেখকে বলা হচ্ছিল। সে কারও কথা রাখেননি। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী দেয়ালটি রাস্তা থেকে অপসারণ করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, জরুরী সেবার (৯৯৯) কল পেয়ে ঘটনা স্থলে
পুলিশ যায়। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।