ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে রাস্তার মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / ৬৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের চরকাদই বিলে একটি রাস্তার মেরামতের দাবিতে স্থানীয় এলাকাবাসি মানববন্ধন করেছে। শুক্রবার বিকেলে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদই বিলে ৫০ মিটার রাস্তা সংস্কারের দাবিতে ও ঠিকাদার কর্তৃক টাকা আত্মসাত করার প্রেক্ষিতে গ্রামের শত শত মানুষ ঐ রাস্তায় মানববন্ধন করে। মানববন্ধনের গ্রামের নরাীরাও অংশ নেয়।

প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গ্রাম্য প্রধান সুলতান সরকার গোলজার প্রামানিক শহিদুল ইসলাম, সাগর হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, ইতিপূর্বে চলাচলের অযোগ্য এই রাস্তা নির্মানের জন্য গ্রামবাসি চাঁদা তুলে ২শ’ মিটার রাস্তা নির্মান করে। অথচ ঠিকাদার এই রাস্তা নির্মানের জন্য ২ লক্ষ টাকা তুলে নিয়ে সামান্য কাজ করে। বাকী কাজ না করায় রাস্তার মধ্যে গর্তের ন্যায় সৃষ্টি হয়। এর ফলে গ্রামের মানুষের চলাচলের ভীষন সমস্যায় পড়তে হচ্ছে। তারা জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কারের দাবি জানান। গ্রামবাসি ঠিকাদার কর্তৃক টাকা আত্মসাত এর ঘটনা সুষ্ঠ তদন্ত ও এই রাস্তায় মাটি ফালানোর জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবি জানান।

এদিকে ইউএনও মোঃ কামরুজ্জামান জানান, মাটি ফালানোর কাজে কোন অনিয়ম ধরা পড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে রাস্তার মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের চরকাদই বিলে একটি রাস্তার মেরামতের দাবিতে স্থানীয় এলাকাবাসি মানববন্ধন করেছে। শুক্রবার বিকেলে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদই বিলে ৫০ মিটার রাস্তা সংস্কারের দাবিতে ও ঠিকাদার কর্তৃক টাকা আত্মসাত করার প্রেক্ষিতে গ্রামের শত শত মানুষ ঐ রাস্তায় মানববন্ধন করে। মানববন্ধনের গ্রামের নরাীরাও অংশ নেয়।

প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গ্রাম্য প্রধান সুলতান সরকার গোলজার প্রামানিক শহিদুল ইসলাম, সাগর হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, ইতিপূর্বে চলাচলের অযোগ্য এই রাস্তা নির্মানের জন্য গ্রামবাসি চাঁদা তুলে ২শ’ মিটার রাস্তা নির্মান করে। অথচ ঠিকাদার এই রাস্তা নির্মানের জন্য ২ লক্ষ টাকা তুলে নিয়ে সামান্য কাজ করে। বাকী কাজ না করায় রাস্তার মধ্যে গর্তের ন্যায় সৃষ্টি হয়। এর ফলে গ্রামের মানুষের চলাচলের ভীষন সমস্যায় পড়তে হচ্ছে। তারা জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কারের দাবি জানান। গ্রামবাসি ঠিকাদার কর্তৃক টাকা আত্মসাত এর ঘটনা সুষ্ঠ তদন্ত ও এই রাস্তায় মাটি ফালানোর জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবি জানান।

এদিকে ইউএনও মোঃ কামরুজ্জামান জানান, মাটি ফালানোর কাজে কোন অনিয়ম ধরা পড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

 

বাখ//আর