ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

আবু তাহের আনসারী, পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ নিজাম উদ্দীন খাঁন চেয়ারম্যান, তৌহিদ হাসান তুহিন ভাইস চেয়ারম্যান ও মোছাঃ সুলতানা রাজিয়া শিল্পি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ নিজাম উদ্দিন খাঁন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬,৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১,৮৬৫ ভোট।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৩৭টি কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। রাতে ভোট গণনা শেষে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার, তেঁতুলিয়া, পঞ্চগড় ও সহকারি রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪, মো.শামীম হোসেন।

তেঁতুলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ হাসান তুহিন টিয়া পাখি প্রতীকে ১৪৬২৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মজিবর রহমান মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪০১০ ভোট।

এ দিকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন মোছাঃ সুলতানা রাজিয়া শিল্পী। তিনি এবারও কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৬৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি সোমা চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৭৯৩৮ ভোট। মোছাঃ সুলতানা রাজিয়া শিল্পী টানা চারবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ আব্দুল লতিফ তারিন পেয়েছেন ৫ হাজার ২শ ৩৯ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান পেয়েছেন ৩ হাজার ৩শ ৫৮ ভোট, তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজী অনিসুর রহমান পেয়েছেন ৯হাজার ৯শ ৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মুক্তারুল হক মুকু পেয়েছেন ১১হাজার ৮শ ৬৫ ভোট। প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী মোঃ নিজাম উদ্দিন খাঁন ৩৬ হাজার ৮শ ৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার বিজয় নিয়ে উপজেলার সর্বত্র জুড়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

উপজেলা নির্বাচন অফিসার, তেঁতুলিয়া, পঞ্চগড় ও সহকারি রিটার্নিং অফিসার, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর তথ্যানুযায়ী, তেঁতুলিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮শ ১৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৩শ ৬৭ জন ও নারী ভোটার ৫২ হাজার ৪ শ ৪৭ জন। ৩৭ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো.শামীম হোসেন জানান, তেঁতুলিয়া উপজেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচন গতকাল বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচন করতে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, বিজিবি,র‌্যাব, গ্রাম পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এ জন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নী। রাতে উপজেলা পরিষদের কন্ট্রোল রুম থেকে ভোটের ফলাফল প্রকাশ করেছি।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

আপডেট সময় : ০৬:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ নিজাম উদ্দীন খাঁন চেয়ারম্যান, তৌহিদ হাসান তুহিন ভাইস চেয়ারম্যান ও মোছাঃ সুলতানা রাজিয়া শিল্পি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ নিজাম উদ্দিন খাঁন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬,৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১,৮৬৫ ভোট।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৩৭টি কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। রাতে ভোট গণনা শেষে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার, তেঁতুলিয়া, পঞ্চগড় ও সহকারি রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪, মো.শামীম হোসেন।

তেঁতুলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ হাসান তুহিন টিয়া পাখি প্রতীকে ১৪৬২৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মজিবর রহমান মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪০১০ ভোট।

এ দিকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন মোছাঃ সুলতানা রাজিয়া শিল্পী। তিনি এবারও কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৬৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি সোমা চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৭৯৩৮ ভোট। মোছাঃ সুলতানা রাজিয়া শিল্পী টানা চারবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ আব্দুল লতিফ তারিন পেয়েছেন ৫ হাজার ২শ ৩৯ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান পেয়েছেন ৩ হাজার ৩শ ৫৮ ভোট, তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজী অনিসুর রহমান পেয়েছেন ৯হাজার ৯শ ৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মুক্তারুল হক মুকু পেয়েছেন ১১হাজার ৮শ ৬৫ ভোট। প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী মোঃ নিজাম উদ্দিন খাঁন ৩৬ হাজার ৮শ ৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার বিজয় নিয়ে উপজেলার সর্বত্র জুড়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

উপজেলা নির্বাচন অফিসার, তেঁতুলিয়া, পঞ্চগড় ও সহকারি রিটার্নিং অফিসার, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর তথ্যানুযায়ী, তেঁতুলিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮শ ১৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৩শ ৬৭ জন ও নারী ভোটার ৫২ হাজার ৪ শ ৪৭ জন। ৩৭ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো.শামীম হোসেন জানান, তেঁতুলিয়া উপজেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচন গতকাল বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচন করতে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, বিজিবি,র‌্যাব, গ্রাম পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এ জন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নী। রাতে উপজেলা পরিষদের কন্ট্রোল রুম থেকে ভোটের ফলাফল প্রকাশ করেছি।

 

বাখ//আর