ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে দিনেদুপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু

আসাদুর রহমান আসাদ
  • আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৮০৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামে দিনের বেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া (৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু ঘটেছে। নিহত আছিয়া একই গ্রামের মনছুর রহমানের স্ত্রী ও আলিমুদ্দিন প্রামাণিকের মেয়ে। ঘটনাটি আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে চরবেতকান্দি গ্রামে ঘটেছে। থানা পুলিশকে না জানিয়ে নিহতের লাশ তড়িঘড়ি করে দাফনের অভিযোগ উঠেছে। সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের ছবি তুলতে চাইলে তাতেও বাঁধা প্রদান করা হয়েছে। নিহত আছিয়া সাঁতার কাটতে জানলেও মৃগী রোগী হওয়ায় স্বল্প পানির ডোবায় ডুবে তার মৃত্যু হয়েছে বলে তার স্বজনেরা দাবী করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসাী জানায়, এদিন সকাল ১০ টার দিকে পাতা কুড়াতে গিয়ে ডোবায় পড়ে যায় আছিয়া। এ সময় তার শিশুকন্যা মাহি (৫) চিৎকার চেচামেচি করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক গোপালকে দিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করে। এতে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১২ টার দিকে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।

অপরদিকে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে খবর নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে দিনেদুপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামে দিনের বেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া (৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু ঘটেছে। নিহত আছিয়া একই গ্রামের মনছুর রহমানের স্ত্রী ও আলিমুদ্দিন প্রামাণিকের মেয়ে। ঘটনাটি আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে চরবেতকান্দি গ্রামে ঘটেছে। থানা পুলিশকে না জানিয়ে নিহতের লাশ তড়িঘড়ি করে দাফনের অভিযোগ উঠেছে। সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের ছবি তুলতে চাইলে তাতেও বাঁধা প্রদান করা হয়েছে। নিহত আছিয়া সাঁতার কাটতে জানলেও মৃগী রোগী হওয়ায় স্বল্প পানির ডোবায় ডুবে তার মৃত্যু হয়েছে বলে তার স্বজনেরা দাবী করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসাী জানায়, এদিন সকাল ১০ টার দিকে পাতা কুড়াতে গিয়ে ডোবায় পড়ে যায় আছিয়া। এ সময় তার শিশুকন্যা মাহি (৫) চিৎকার চেচামেচি করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক গোপালকে দিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করে। এতে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১২ টার দিকে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।

অপরদিকে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে খবর নেয়া হচ্ছে।