ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরের মৃত্যু নিয়ে এলাকাবাসির নানা গুঞ্জন, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ৬৯৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লী অঞ্চলে একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। মৃতের পরিবারের হত্যার অভিযোগ। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে হৃদরোগে মৃত্যু । এ নিয়ে বইছে এলাকায় নানা জল্পনা কল্পনা। রহস্য উদঘাটনে মরিয়া থানা পুলিশ। জানা গেছে, গত ৪ নভেম্বর উপজেলার গালা ইউনিয়নের দত্তদরতা গ্রামের মৃত নসিম উদ্দিনের নজরুল (৪৫) দুপুরে চরবর্নিয়া খেয়া ঘাটের নিকট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । তার মৃত্যু ঘটনায় নিহতের বড় ভাই নিজাম উদ্দিন এবং তার পরিবারের লোকজনদের ধারনা জমি জমা সংক্রান্তের জের ধরে প্রতি পক্ষের লোকজন তার ভাইকে মারপিট হুমকি-ধমকি দিলে সে আতংকিত হয়ে মারা যায় । তারা নজরুলের মৃত্যুর জন্য একই গ্রামের আব্দুল কামরুজ্জামান, মৃত মাহমুদ মওলানার ছেলে রেজাউল করিম এবং মৃত শাহজাহান সরদারের ছেলে রফিকুল ইসলাম সহ কয়েকজনকে দায়ী করেন ।

অপরদিকে অভিযুক্তরা বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে জানান, ঘটনার দিন তাদের সাথে নজরুলের দেখা সাক্ষাৎ হয়নি। এমনকি তারা লোক মুখে জানতে পেরেছেন বাড়ি যাওয়ার পথে চর বরনিয়া খেয়াঘাটে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেছেন। তারা আরও দাবি করেন, পূর্ব শত্রুতার কারণে স্বাভাবিক একটি মৃত্যুকে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেই ষড়যন্ত্র মূলকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। গত সোমবার সকাল এগারোটায় দত্তদরতা গ্রামে সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শী শরীফ, সাহেরা খাতুন এবং আকমল হোসেন জানান, মৃত নজরুল ইসলাম স্ট্রোক করেই মৃত্যুবরণ করেছেন। একই গ্রামের কৃষক আব্দুর রহমানের সাথে পথে দেখা হয়, তিনি জানান, নজরুল ইসলাম স্ট্রোক করে মারা গেছেন বলে এলাকার সবাই শুনেছেন। এ দিকে গত বুধবার বিকেলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল বাসার এবং পরিদর্শক (তদন্ত) মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নজরুলের মৃত্যু রহস্য উদঘাটনে কাজ শুরু করেন। প্রাথমিক তদন্ত শেষে অফিসার ইনচার্জ খাইরুল বাসার জানান, আমরা তার শরীরে জখমের কোন চিহ্ন পাইনি তবে ইতিমধ্যেই নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরের মৃত্যু নিয়ে এলাকাবাসির নানা গুঞ্জন, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

আপডেট সময় : ০৪:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লী অঞ্চলে একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। মৃতের পরিবারের হত্যার অভিযোগ। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে হৃদরোগে মৃত্যু । এ নিয়ে বইছে এলাকায় নানা জল্পনা কল্পনা। রহস্য উদঘাটনে মরিয়া থানা পুলিশ। জানা গেছে, গত ৪ নভেম্বর উপজেলার গালা ইউনিয়নের দত্তদরতা গ্রামের মৃত নসিম উদ্দিনের নজরুল (৪৫) দুপুরে চরবর্নিয়া খেয়া ঘাটের নিকট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । তার মৃত্যু ঘটনায় নিহতের বড় ভাই নিজাম উদ্দিন এবং তার পরিবারের লোকজনদের ধারনা জমি জমা সংক্রান্তের জের ধরে প্রতি পক্ষের লোকজন তার ভাইকে মারপিট হুমকি-ধমকি দিলে সে আতংকিত হয়ে মারা যায় । তারা নজরুলের মৃত্যুর জন্য একই গ্রামের আব্দুল কামরুজ্জামান, মৃত মাহমুদ মওলানার ছেলে রেজাউল করিম এবং মৃত শাহজাহান সরদারের ছেলে রফিকুল ইসলাম সহ কয়েকজনকে দায়ী করেন ।

অপরদিকে অভিযুক্তরা বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে জানান, ঘটনার দিন তাদের সাথে নজরুলের দেখা সাক্ষাৎ হয়নি। এমনকি তারা লোক মুখে জানতে পেরেছেন বাড়ি যাওয়ার পথে চর বরনিয়া খেয়াঘাটে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেছেন। তারা আরও দাবি করেন, পূর্ব শত্রুতার কারণে স্বাভাবিক একটি মৃত্যুকে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেই ষড়যন্ত্র মূলকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। গত সোমবার সকাল এগারোটায় দত্তদরতা গ্রামে সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শী শরীফ, সাহেরা খাতুন এবং আকমল হোসেন জানান, মৃত নজরুল ইসলাম স্ট্রোক করেই মৃত্যুবরণ করেছেন। একই গ্রামের কৃষক আব্দুর রহমানের সাথে পথে দেখা হয়, তিনি জানান, নজরুল ইসলাম স্ট্রোক করে মারা গেছেন বলে এলাকার সবাই শুনেছেন। এ দিকে গত বুধবার বিকেলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল বাসার এবং পরিদর্শক (তদন্ত) মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নজরুলের মৃত্যু রহস্য উদঘাটনে কাজ শুরু করেন। প্রাথমিক তদন্ত শেষে অফিসার ইনচার্জ খাইরুল বাসার জানান, আমরা তার শরীরে জখমের কোন চিহ্ন পাইনি তবে ইতিমধ্যেই নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান।

 

বাখ//আর