ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরের বেলতৈল ও পোরজনা মুক্তিযোদ্ধা কার্যালয় ও আ.লীগ কার্যালয়ে বোমা নিক্ষেপ : বিক্ষোভ মিছিল

সাগর বসাক, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / ৫৭০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধা কার্যালয় ও ২টি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াতের দিকেই অভিযোগ তুলেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় শাহজাদপুর উপজেলার পোরজনা বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয় ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। একই রকমভাবে উপজেলার বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়েও পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাসার ও পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, পৌর ছাত্রলীগের সভাপতি রানা শেখ, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক নুর হোসেন রুবেল পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক অনীল ঘোষ, বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুন বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল হাশেম বকুল প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামায়াত চক্র দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, খুন, নৈরাজ্যের ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতার নায়ক বীর মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে ও পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করেছে। বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি রাজপথে থেকে জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করেছে।

এ বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, পোরজনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কার্যালয়, আওয়ামী লীগ কার্যালয় ও বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে দ্রুত পুলিশের দুটি দল ঘটনাস্থলগুলোতে পাঠানো হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলমত হিসেবে বেশকয়েকটি পেট্রোল বোমার খালি বোতল উদ্ধার করা হয়েছে। নাশকতার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে বোমা নিক্ষেপের ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে বেলতৈল গ্রামে বিশাল বিক্ষোভ মিছিল বের করে ।এ সময় তারা বোমা মারার ঘটনায় জামায়াত বিএনপিকে দায়ী করেন । মিছিল শেষে বেলতৈল মাঠে সমাবেশ করে বক্তব্য রাখেন শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, আওয়ামী লীগ নেতা শেখ কাজল, আমিরুল ইসলাম শাহু, আব্দুল আওয়াল, শেখ রাসেল, কে এম শরিফুল ইসলাম মনি, মামুন বিশ্বাস, আবুল হাশেম বকুল প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরের বেলতৈল ও পোরজনা মুক্তিযোদ্ধা কার্যালয় ও আ.লীগ কার্যালয়ে বোমা নিক্ষেপ : বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধা কার্যালয় ও ২টি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াতের দিকেই অভিযোগ তুলেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় শাহজাদপুর উপজেলার পোরজনা বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয় ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। একই রকমভাবে উপজেলার বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়েও পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাসার ও পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, পৌর ছাত্রলীগের সভাপতি রানা শেখ, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক নুর হোসেন রুবেল পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক অনীল ঘোষ, বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুন বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল হাশেম বকুল প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামায়াত চক্র দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, খুন, নৈরাজ্যের ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতার নায়ক বীর মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে ও পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করেছে। বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি রাজপথে থেকে জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করেছে।

এ বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, পোরজনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কার্যালয়, আওয়ামী লীগ কার্যালয় ও বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে দ্রুত পুলিশের দুটি দল ঘটনাস্থলগুলোতে পাঠানো হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলমত হিসেবে বেশকয়েকটি পেট্রোল বোমার খালি বোতল উদ্ধার করা হয়েছে। নাশকতার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে বোমা নিক্ষেপের ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে বেলতৈল গ্রামে বিশাল বিক্ষোভ মিছিল বের করে ।এ সময় তারা বোমা মারার ঘটনায় জামায়াত বিএনপিকে দায়ী করেন । মিছিল শেষে বেলতৈল মাঠে সমাবেশ করে বক্তব্য রাখেন শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, আওয়ামী লীগ নেতা শেখ কাজল, আমিরুল ইসলাম শাহু, আব্দুল আওয়াল, শেখ রাসেল, কে এম শরিফুল ইসলাম মনি, মামুন বিশ্বাস, আবুল হাশেম বকুল প্রমুখ ।