ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লালমনিরহাটের পৃথক ঘটনায় সড়কে নিহত ২

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট
  • আপডেট সময় : ০৪:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫২৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান (৩০) ও সহিদার রহমান (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার সন্ধার দিকে উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজার ও উপজেলার চৈতের বাজার এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান বুড়িমারী গুড়িয়াটারী গ্রামের সোলা মিয়ার ছেলে এবং সহিদার রহমান পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের মৃত ধওলা শেখের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় আমিনুর রহমান নিজ বাড়ি হতে পাটগ্রাম আসার পথে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ট্রাক অতিক্রমকালে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক করিদুল ও আরেক আরোহী মতিজুল গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করেন। আর সংবাদ পেয়ে তাৎক্ষণিক পাটগ্রামের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে বিকেল দিকে পাটগ্রাম উপজেলার চৈতের বাজার থেকে কালিরহাট বাজার আসার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল পথচারী বৃদ্ধ সহিদার রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই এসএম আরিফ উল্লাহ বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ছাড়া ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটের পৃথক ঘটনায় সড়কে নিহত ২

আপডেট সময় : ০৪:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান (৩০) ও সহিদার রহমান (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার সন্ধার দিকে উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজার ও উপজেলার চৈতের বাজার এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান বুড়িমারী গুড়িয়াটারী গ্রামের সোলা মিয়ার ছেলে এবং সহিদার রহমান পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের মৃত ধওলা শেখের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় আমিনুর রহমান নিজ বাড়ি হতে পাটগ্রাম আসার পথে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ট্রাক অতিক্রমকালে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক করিদুল ও আরেক আরোহী মতিজুল গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করেন। আর সংবাদ পেয়ে তাৎক্ষণিক পাটগ্রামের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে বিকেল দিকে পাটগ্রাম উপজেলার চৈতের বাজার থেকে কালিরহাট বাজার আসার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল পথচারী বৃদ্ধ সহিদার রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই এসএম আরিফ উল্লাহ বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ছাড়া ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।