ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজারহাটে গত দু’দিন কোন কিন্ডারগার্টেন স্কুল বন্ধ থাকেনি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / ৪৩৭ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজারহাটে রবিবার থেকেই তাপদাহের মধ্যেও চলছে কিন্ডারগার্টেন ও শিশু নিকেতন গুলো। এর আগে ২০এপ্রিল পৃথক পরিপত্রের মাধ্যমে দেশে প্রচন্ড তাপদাহের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৫এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া ২৬ এপ্রিল শুক্রবার ও ২৭ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে ২৮ এপ্রিল থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচন্ড তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হলেও গত দু’দিন ধরে উপজেলার ২৩টি শিশু নিকেতন ও কিন্ডার গার্টেন এবং ইসলামি ক্যাডেট মাদরাসা খোলা থাকায় অভিভাবকগণ অনেকে উদ্বেগ প্রকাশ করেন।

রাজারহাট শিশু নিকেতনের নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকায় এত গরমের মধ্যেও ছেলেকে পাঠাতে হচ্ছে। শিশু নিকেতন ও কিন্ডারগার্টেন গুলো সরকারি সিদ্ধান্ত কেন মানেন না প্রশ্ন তোলেন তিনি।

উপজেলার সোনমনি কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী অভিভাবক আমিনুল ইসলাম বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা গুলো যখন বন্ধ, একই সময়ে কিন্ডারগার্টেনগুলো চালু রাখা ঠিক হয়নি।

শিশু নিকেতন রাজারহাট এর পরিচালক প্রভাত চন্দ্র বলেন, আমরা গত দু’দিন সকাল ১১টার মধ্যে ছুটি দিয়েছি,তবে আজ প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।

রাজারহাট ইসলামিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শোয়াইবুর রহমান জানান,সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সকাল-সকালেই মাদরাসা ছুটির সিদ্ধান্ত হয়েছে।

রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ আহম্মদ বলেন, উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারি মমিনুল ইসলামকে ডেকে নিয়ে সরকারি নির্দেশ নামার বিষয়ে বলা হয়েছে, তিনি সব কিন্ডারগার্টেন বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, আমি আজ কুড়িগ্রামে বন্ধ করে দিয়েছি, রাজারহাটের বিষয়টি এখনি দেখছি।

নিউজটি শেয়ার করুন

রাজারহাটে গত দু’দিন কোন কিন্ডারগার্টেন স্কুল বন্ধ থাকেনি

আপডেট সময় : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

রাজারহাটে রবিবার থেকেই তাপদাহের মধ্যেও চলছে কিন্ডারগার্টেন ও শিশু নিকেতন গুলো। এর আগে ২০এপ্রিল পৃথক পরিপত্রের মাধ্যমে দেশে প্রচন্ড তাপদাহের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৫এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া ২৬ এপ্রিল শুক্রবার ও ২৭ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে ২৮ এপ্রিল থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচন্ড তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হলেও গত দু’দিন ধরে উপজেলার ২৩টি শিশু নিকেতন ও কিন্ডার গার্টেন এবং ইসলামি ক্যাডেট মাদরাসা খোলা থাকায় অভিভাবকগণ অনেকে উদ্বেগ প্রকাশ করেন।

রাজারহাট শিশু নিকেতনের নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকায় এত গরমের মধ্যেও ছেলেকে পাঠাতে হচ্ছে। শিশু নিকেতন ও কিন্ডারগার্টেন গুলো সরকারি সিদ্ধান্ত কেন মানেন না প্রশ্ন তোলেন তিনি।

উপজেলার সোনমনি কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী অভিভাবক আমিনুল ইসলাম বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা গুলো যখন বন্ধ, একই সময়ে কিন্ডারগার্টেনগুলো চালু রাখা ঠিক হয়নি।

শিশু নিকেতন রাজারহাট এর পরিচালক প্রভাত চন্দ্র বলেন, আমরা গত দু’দিন সকাল ১১টার মধ্যে ছুটি দিয়েছি,তবে আজ প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।

রাজারহাট ইসলামিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শোয়াইবুর রহমান জানান,সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সকাল-সকালেই মাদরাসা ছুটির সিদ্ধান্ত হয়েছে।

রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ আহম্মদ বলেন, উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারি মমিনুল ইসলামকে ডেকে নিয়ে সরকারি নির্দেশ নামার বিষয়ে বলা হয়েছে, তিনি সব কিন্ডারগার্টেন বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, আমি আজ কুড়িগ্রামে বন্ধ করে দিয়েছি, রাজারহাটের বিষয়টি এখনি দেখছি।