ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজস্থলীতে কারিতাসের উদ্যােগে ত্যাগ ও সেবা অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// মো: আজগর আলী খান, রাজস্থলী-কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি //
“একসাথে পথ চলি, মিলন সমাজ গঠন করি”-এ মূলসুরের আলোকে ত্যাগ ও সেবা অভিযান ‘২০২৩ পরিচালনা করছে বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা কারিতাস- রাজস্থলী । তিন মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ১৪  মে  কারিতাস ত্যাগ ও সেবা অভিযান-২০২৩ উদযাপন উপলক্ষে  বিকাল ৪ টায় উপজেলা কারিতাস অফিস প্রাঙ্গণে  এক আলোচনা সভায় ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের বক্তাগণ নিজ নিজ ধর্মের আলোকে উল্লেখিত মূলসুরের উপর বক্তব্য রাখেন।
কারিতাস রাজস্থলী  উপজেলার মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার  সভাপতিত্বে ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের আলোকে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে মাওলানা মো. জাহেদুল আলম, প্রধান শিক্ষক পাইথুই অং খিয়াং, বিহার ও মন্দিরের পৌরহীত । এছাড়াও অতিথি ছিলেন  উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও বাংলা খবর বিডি’র প্রতিনিধি আজগর আলী খান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংচাইনু মারমা ।
এতে আরও বক্তব্য রাখেন রবিউল আলম  প্রমুখ। ত্যাগ ও সেবা কাজ সম্পর্কে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সচেতন করা এবং দেশের দরিদ্র, দুঃস্থ ও বঞ্চিত প্রতিবেশী ভাইবোনদের জন্য দান করতে সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কারিতাস বাংলাদেশ প্রতি বছর ত্যাগ ও সেবা অভিযান বাস্তবায়ন করছে।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে কারিতাসের উদ্যােগে ত্যাগ ও সেবা অভিযান

আপডেট সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
// মো: আজগর আলী খান, রাজস্থলী-কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি //
“একসাথে পথ চলি, মিলন সমাজ গঠন করি”-এ মূলসুরের আলোকে ত্যাগ ও সেবা অভিযান ‘২০২৩ পরিচালনা করছে বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা কারিতাস- রাজস্থলী । তিন মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ১৪  মে  কারিতাস ত্যাগ ও সেবা অভিযান-২০২৩ উদযাপন উপলক্ষে  বিকাল ৪ টায় উপজেলা কারিতাস অফিস প্রাঙ্গণে  এক আলোচনা সভায় ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের বক্তাগণ নিজ নিজ ধর্মের আলোকে উল্লেখিত মূলসুরের উপর বক্তব্য রাখেন।
কারিতাস রাজস্থলী  উপজেলার মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার  সভাপতিত্বে ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের আলোকে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে মাওলানা মো. জাহেদুল আলম, প্রধান শিক্ষক পাইথুই অং খিয়াং, বিহার ও মন্দিরের পৌরহীত । এছাড়াও অতিথি ছিলেন  উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও বাংলা খবর বিডি’র প্রতিনিধি আজগর আলী খান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংচাইনু মারমা ।
এতে আরও বক্তব্য রাখেন রবিউল আলম  প্রমুখ। ত্যাগ ও সেবা কাজ সম্পর্কে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সচেতন করা এবং দেশের দরিদ্র, দুঃস্থ ও বঞ্চিত প্রতিবেশী ভাইবোনদের জন্য দান করতে সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কারিতাস বাংলাদেশ প্রতি বছর ত্যাগ ও সেবা অভিযান বাস্তবায়ন করছে।
বা/খ: এসআর।