ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইকোন স্পোর্টস ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজেশ দত্ত ও ভরত সাহা
  • আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৫৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের আয়োজনে ইকোন স্পোর্টস ফেস্ট-২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হযেছে। গত ১১ মার্চ (সোমবার) বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসের রবি প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পথচলায় আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের যে দীপ্ত পদক্ষেপ আমরা প্রত্যক্ষ করছি তা আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়াসহ সকল ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তাদের সর্বোচ্চ মেধা এবং যোগ্যতা দেখাচ্ছে এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সে বিষয়টি আমরা আমাদের পঠন-পাঠনে, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনেও বিবেচনা করি। বাঙালি সংস্কৃতির ছোঁয়ায় একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠা লাভ করে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে এই আয়োজনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, আমাদের দেশের নিজস্ব কিছু ক্রীড়াশৈলী আছে সেগুলোকে নিয়ে আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের উপস্থিতি একটি শুদ্ধ মনের ও সুস্থ দেহের সবল জনগোষ্ঠী তৈরির সুযোগ করে দেয়। সুতরাং ক্রীড়াঙ্গনের এই যে অসীম ক্ষমতা এই ক্ষমতাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, পৃথিবীর কোনো উন্নয়নই একক নয়। এটি একটি সামষ্টিক ধারণা, একে অন্যের প্রতি নির্ভরতা এবং মিথস্ক্রিয়ার ফলে আমরা একটি উন্নয়নকে সাধিত করতে পারি। একটি রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের উন্নয়ন করতে গেলে আমাদের সকল নাগরিকের মধ্যে একটি নির্ভরতা, সহমর্মিতার ও বন্ধুত্বের সম্পর্ক লাগবে। সেই সম্পর্ক রচনার ক্ষেত্রে ক্রীড়াঙ্গন আমাদেরকে শিক্ষা ও উপদেশ দেয় এবং অনুপ্রাণিত করে।
এই ক্রীড়াঙ্গনের প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মমত্ববোধ রয়েছে, সুতরাং আমরা ক্রীড়াঙ্গনেও আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণটি নিশ্চিত করতে চাই। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইকোন স্পোর্টস ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের আয়োজনে ইকোন স্পোর্টস ফেস্ট-২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হযেছে। গত ১১ মার্চ (সোমবার) বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসের রবি প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পথচলায় আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের যে দীপ্ত পদক্ষেপ আমরা প্রত্যক্ষ করছি তা আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়াসহ সকল ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তাদের সর্বোচ্চ মেধা এবং যোগ্যতা দেখাচ্ছে এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সে বিষয়টি আমরা আমাদের পঠন-পাঠনে, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনেও বিবেচনা করি। বাঙালি সংস্কৃতির ছোঁয়ায় একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠা লাভ করে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে এই আয়োজনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, আমাদের দেশের নিজস্ব কিছু ক্রীড়াশৈলী আছে সেগুলোকে নিয়ে আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের উপস্থিতি একটি শুদ্ধ মনের ও সুস্থ দেহের সবল জনগোষ্ঠী তৈরির সুযোগ করে দেয়। সুতরাং ক্রীড়াঙ্গনের এই যে অসীম ক্ষমতা এই ক্ষমতাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, পৃথিবীর কোনো উন্নয়নই একক নয়। এটি একটি সামষ্টিক ধারণা, একে অন্যের প্রতি নির্ভরতা এবং মিথস্ক্রিয়ার ফলে আমরা একটি উন্নয়নকে সাধিত করতে পারি। একটি রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের উন্নয়ন করতে গেলে আমাদের সকল নাগরিকের মধ্যে একটি নির্ভরতা, সহমর্মিতার ও বন্ধুত্বের সম্পর্ক লাগবে। সেই সম্পর্ক রচনার ক্ষেত্রে ক্রীড়াঙ্গন আমাদেরকে শিক্ষা ও উপদেশ দেয় এবং অনুপ্রাণিত করে।
এই ক্রীড়াঙ্গনের প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মমত্ববোধ রয়েছে, সুতরাং আমরা ক্রীড়াঙ্গনেও আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণটি নিশ্চিত করতে চাই। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বাখ//আর