ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুবলীগের মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মীর সমাগম হবে : নানক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
রাজধানীতে আগামী ১১ নভেম্বর যুবলীগের মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (৫ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

নানক বলেন, ১১ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপিকে রাজনৈতিক ভাষায় কথা বলার আহ্বান জানান নানক।

যুবলীগ জানিয়েছে, এই যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত হয়ে নেতার্মীদের দিক-নির্দেশামূলক বার্তা দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সমাবেশে ১০ লাখ মানুষ জমায়েত করার পরিকল্পনা করে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা গেছে, বিভাগীয় শহরগুলোতে বড় সমাবেশের পর আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এর বিপরীতে ১১ নভেম্বর যুব মহাসমাবেশ করে শক্তির আগাম জানান দেবে যুবলীগ। সমাবেশে আওয়ামী লীগ প্রধানের বার্তা নিয়ে কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত নতুন করে সংগঠিত হয়ে সতর্ক অবস্থান নেবে সরকারি দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের মেতাকর্মীরা। মহাসমাবেশে রাজধানীর প্রতিটি থানা থেকে শুরু করে ওয়ার্ড-ইউনিট পর্যন্ত কমিটি-ভিত্তিক বড় জমায়েত করতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ নেতাকর্মীরা। তারা যুবলীগের সমাবেশের মঞ্চ ও সাজসজ্জার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

যুবলীগের মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মীর সমাগম হবে : নানক

আপডেট সময় : ০৪:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
রাজধানীতে আগামী ১১ নভেম্বর যুবলীগের মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (৫ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

নানক বলেন, ১১ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপিকে রাজনৈতিক ভাষায় কথা বলার আহ্বান জানান নানক।

যুবলীগ জানিয়েছে, এই যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত হয়ে নেতার্মীদের দিক-নির্দেশামূলক বার্তা দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সমাবেশে ১০ লাখ মানুষ জমায়েত করার পরিকল্পনা করে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা গেছে, বিভাগীয় শহরগুলোতে বড় সমাবেশের পর আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এর বিপরীতে ১১ নভেম্বর যুব মহাসমাবেশ করে শক্তির আগাম জানান দেবে যুবলীগ। সমাবেশে আওয়ামী লীগ প্রধানের বার্তা নিয়ে কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত নতুন করে সংগঠিত হয়ে সতর্ক অবস্থান নেবে সরকারি দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের মেতাকর্মীরা। মহাসমাবেশে রাজধানীর প্রতিটি থানা থেকে শুরু করে ওয়ার্ড-ইউনিট পর্যন্ত কমিটি-ভিত্তিক বড় জমায়েত করতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ নেতাকর্মীরা। তারা যুবলীগের সমাবেশের মঞ্চ ও সাজসজ্জার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।