ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ‘গণতন্ত্র সম্মেলনে’ ১২০ দেশকে আমন্ত্রণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / ৪৬৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ‘গণতন্ত্র সম্মেলন’। এবারের সম্মেলনে ১২০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে বুধ ও বৃহস্পতিবার। এতে সহ-আয়োজক হিসেবে থাকছে কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া।

এবারের সম্মেলনে এমন আটটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে যাদের ২০২১ সালে হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রথম গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।

দেশগুলো হচ্ছে- গাম্বিয়া, হন্ডুরাস, আইভরি কোস্ট, মৌরতানিয়া, মোজাম্বিক, তানজানিয়া, বসনিয়া হার্জেগোভেনিয়া এবং লিশটেনস্টাইন।

সম্মেলনের প্রথম পর্ব ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র ও অন্যান্য সহ-আয়োজক দেশে সশরীর ও ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় অংশ নেবেন নেতারা। সুশীল সমাজ এবং ব্যক্তি খাতের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সম্মেলনপূর্ব আলোচনায় অংশ নেবেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম ‘গণতন্ত্র সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ‘গণতন্ত্র সম্মেলনে’ ১২০ দেশকে আমন্ত্রণ

আপডেট সময় : ১০:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ‘গণতন্ত্র সম্মেলন’। এবারের সম্মেলনে ১২০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে বুধ ও বৃহস্পতিবার। এতে সহ-আয়োজক হিসেবে থাকছে কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া।

এবারের সম্মেলনে এমন আটটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে যাদের ২০২১ সালে হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রথম গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।

দেশগুলো হচ্ছে- গাম্বিয়া, হন্ডুরাস, আইভরি কোস্ট, মৌরতানিয়া, মোজাম্বিক, তানজানিয়া, বসনিয়া হার্জেগোভেনিয়া এবং লিশটেনস্টাইন।

সম্মেলনের প্রথম পর্ব ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র ও অন্যান্য সহ-আয়োজক দেশে সশরীর ও ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় অংশ নেবেন নেতারা। সুশীল সমাজ এবং ব্যক্তি খাতের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সম্মেলনপূর্ব আলোচনায় অংশ নেবেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম ‘গণতন্ত্র সম্মেলন’ অনুষ্ঠিত হয়।