ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভিক্ষুকের কোলে শিশুকে রেখে চলে গেছেন মা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

ভিক্ষুকের কোলে ছয় মাসের একটি ছেলে শিশুকে রেখে মুহুর্তের মধ্যে মা উধাও হয়ে গেছেন।

বুধবার (১ মার্চ) দুপুরে শহরের মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই ভিক্ষুকের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। এসময় পুলিশ আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুকে বৃদ্ধা ভিক্ষুক নারীর কোলে শিশুর ছবি ভাইরাল হয়েছে।

বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। ভিক্ষা করার জন্য তিনি আধুনিক হাসপাতালের সামনে এলে হঠাৎ করে অচেনা এক নারী এসে শিশুটিকে তার কোলে রাখতে দেন। একটু আসি বলে ওই নারী প্রায় তিন ঘণ্টায়ও ফেরেননি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারীকে তিনি চেনেন না। দীর্ঘদিন ধরে বৃদ্ধা সালাম শহরের অলিগলিতে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক, মূল হোতা গ্রেপ্তার

সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছেন বলে আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ সেখানে গিয়ে বিষয়টি শহর পুলিশ ফাঁড়িকে জানান। শিশু রেখে সটকে পড়া নারী আসলেই শিশুটির মা কি না, তাও জানা যায়নি।

কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে তিন ঘণ্টায়ও ফেরেননি তার মা। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, এখন পর্যন্ত শিশুটির পরিচয় মেলেনি। শিশুটিকে এক নারীর কাছে রাখা হয়েছে, আমাদের নজরদারীরতে। তার পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। শিশুটির স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চলছে। এবং শহরে সিসিটিভি ক্যামেরা ফুটেজ গুলোও দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

ভিক্ষুকের কোলে শিশুকে রেখে চলে গেছেন মা!

আপডেট সময় : ০৭:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

ভিক্ষুকের কোলে ছয় মাসের একটি ছেলে শিশুকে রেখে মুহুর্তের মধ্যে মা উধাও হয়ে গেছেন।

বুধবার (১ মার্চ) দুপুরে শহরের মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই ভিক্ষুকের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। এসময় পুলিশ আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুকে বৃদ্ধা ভিক্ষুক নারীর কোলে শিশুর ছবি ভাইরাল হয়েছে।

বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। ভিক্ষা করার জন্য তিনি আধুনিক হাসপাতালের সামনে এলে হঠাৎ করে অচেনা এক নারী এসে শিশুটিকে তার কোলে রাখতে দেন। একটু আসি বলে ওই নারী প্রায় তিন ঘণ্টায়ও ফেরেননি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারীকে তিনি চেনেন না। দীর্ঘদিন ধরে বৃদ্ধা সালাম শহরের অলিগলিতে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক, মূল হোতা গ্রেপ্তার

সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছেন বলে আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ সেখানে গিয়ে বিষয়টি শহর পুলিশ ফাঁড়িকে জানান। শিশু রেখে সটকে পড়া নারী আসলেই শিশুটির মা কি না, তাও জানা যায়নি।

কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে তিন ঘণ্টায়ও ফেরেননি তার মা। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, এখন পর্যন্ত শিশুটির পরিচয় মেলেনি। শিশুটিকে এক নারীর কাছে রাখা হয়েছে, আমাদের নজরদারীরতে। তার পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। শিশুটির স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চলছে। এবং শহরে সিসিটিভি ক্যামেরা ফুটেজ গুলোও দেখা হবে।