ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভাস্কর শামীম সিকদারের জীবনাবসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার মারা গেছেন। মঙ্গলবার (২১শে মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

নিজের শিল্পকর্ম সংরক্ষণ করতে বহু বছর পর দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েন শামীম সিকদার। তিন মাস ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন ব্রিটেনপ্রবাসী এ শিল্পী। পরে চিকিৎসাধীন ছিলেন ইউনাইটেড হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিপুল পরিশ্রমী, ক্লান্তিহীন, প্রতিবাদী, লড়াকু এবং কাউকে পরোয়া না করে চলা একজন নারী ভাস্কর হিসেবে শামীম সিকদার স্বাধীনতার পর থেকে বিপুলভাবে পরিচিত ও আলোচিত। প্রবাস জীবনের কারণে একুশ বছর ধরে দৃশ্যের আড়ালে ছিলেন। ছয় মাস আগে নিজের শিল্পকর্ম সংরক্ষণ করতে দেশে আসেন, কিন্তু কাজ শেষের আগেই অসুস্থ হয়ে পড়েন।

বাঙালির ভাষা আন্দোলনের ঐতিহাসিক বছর ১৯৫২ সালে ভাস্কর শামীম সিকদারের জন্ম। তিনি টিএসসি সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু ভাস্কর্যের নির্মাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক ছিলেন, অভিমান করে দেশ ছাড়েন।

শিল্পকর্মে অসামান্য অবদানের জন্য ২০০০ সালে একুশে পদক পান ভাস্কর শামীম সিকদার। প্রবাসে থাকলেও শামীম সিকদারের হৃদয় পড়ে থাকতো জন্মভূমি বাংলাদেশে।

নিউজটি শেয়ার করুন

ভাস্কর শামীম সিকদারের জীবনাবসান

আপডেট সময় : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার মারা গেছেন। মঙ্গলবার (২১শে মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

নিজের শিল্পকর্ম সংরক্ষণ করতে বহু বছর পর দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েন শামীম সিকদার। তিন মাস ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন ব্রিটেনপ্রবাসী এ শিল্পী। পরে চিকিৎসাধীন ছিলেন ইউনাইটেড হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিপুল পরিশ্রমী, ক্লান্তিহীন, প্রতিবাদী, লড়াকু এবং কাউকে পরোয়া না করে চলা একজন নারী ভাস্কর হিসেবে শামীম সিকদার স্বাধীনতার পর থেকে বিপুলভাবে পরিচিত ও আলোচিত। প্রবাস জীবনের কারণে একুশ বছর ধরে দৃশ্যের আড়ালে ছিলেন। ছয় মাস আগে নিজের শিল্পকর্ম সংরক্ষণ করতে দেশে আসেন, কিন্তু কাজ শেষের আগেই অসুস্থ হয়ে পড়েন।

বাঙালির ভাষা আন্দোলনের ঐতিহাসিক বছর ১৯৫২ সালে ভাস্কর শামীম সিকদারের জন্ম। তিনি টিএসসি সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু ভাস্কর্যের নির্মাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক ছিলেন, অভিমান করে দেশ ছাড়েন।

শিল্পকর্মে অসামান্য অবদানের জন্য ২০০০ সালে একুশে পদক পান ভাস্কর শামীম সিকদার। প্রবাসে থাকলেও শামীম সিকদারের হৃদয় পড়ে থাকতো জন্মভূমি বাংলাদেশে।