ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলি।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিএনপি কর্মীরা আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে বিকেলে মোল্লা বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ তাদের ওপর গুলি ছুঁড়লে নয়ন মিয়া গুলিবিদ্ধ হন ও ইমান আলি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

এদিকে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর ঘটনায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী বলেন, লিফলেট বিতরণকালে পুলিশ অতর্কিত হামলা করে নেতাকর্মীদের হতাহত করেছে।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ সদস্যদের দেখে মিছলকারীরা উগ্র হয়ে যায়। তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা কনস্টেবল শফিক ও বিশ্বজিতের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ ফাঁকা গুলি চালায়। তবে নয়ন কিভাবে গুলিবিদ্ধ হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নিহত

আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলি।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিএনপি কর্মীরা আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে বিকেলে মোল্লা বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ তাদের ওপর গুলি ছুঁড়লে নয়ন মিয়া গুলিবিদ্ধ হন ও ইমান আলি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

এদিকে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর ঘটনায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী বলেন, লিফলেট বিতরণকালে পুলিশ অতর্কিত হামলা করে নেতাকর্মীদের হতাহত করেছে।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ সদস্যদের দেখে মিছলকারীরা উগ্র হয়ে যায়। তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা কনস্টেবল শফিক ও বিশ্বজিতের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ ফাঁকা গুলি চালায়। তবে নয়ন কিভাবে গুলিবিদ্ধ হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।