ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বও ভালোভাবে শেষ করতে চাই : কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কাজী মকবুল, গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেছেন, আমরা সবাই মিলে ভালোভাবে প্রথম পর্ব শেষ করেছি। দ্বিতীয় পর্বও আমরা আরো ভালোভাবে শেষ করতে চাই। প্রথম পর্বের চেয়ে আরো বেশি সতর্ক অবস্থায় আছি আমরা। আমরা দেখেছি যে কিভাবে আরো সতর্ক হতে হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় পর্বে আরো বেশি নিরাপত্তা কিভাবে দেওয়া যায় সে বিষয়ে আমরা সতর্ক আছি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বেলা সাড়ে সাড়ে ১১ টায় ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি অরো বলেন, প্রথম পর্বের মতোই কয়েক স্তরে পোশাকে, সাদা পোশাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ইউনিট,  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, কুইক রেসপন্স টিম, সিসিটিভি মনিটরিং, রুফটফ ডিউটি, সবকিছু মিলিয়ে মনে করি আমরা উত্তোরত্তোর ভালো হচ্ছে, নিরাপত্তা আরো ভালো হচ্ছে। এ পর্বেও আগের মতো সমস্ত আইশৃঙ্খলা বাহিনী মিলিয়ে প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন আছে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এখানে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হবে না। আমার টোটাল মাঠকে নিরপত্তার চাদরে ঢেকে দিয়েছি।
মাওলানা সাদ আসবেন কি না?  এ প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যোগযোগ রাখছি এবং এখনো পর্যন্ত জানি উনি আসছেন না। তবে উনার ছেলেরা এবং মেয়ের জামাতা ইতোমধ্যে ইজতেমা মাঠে আসছে এটা আমরা জানি।
ব্রিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বও ভালোভাবে শেষ করতে চাই : কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম

আপডেট সময় : ০৬:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
কাজী মকবুল, গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেছেন, আমরা সবাই মিলে ভালোভাবে প্রথম পর্ব শেষ করেছি। দ্বিতীয় পর্বও আমরা আরো ভালোভাবে শেষ করতে চাই। প্রথম পর্বের চেয়ে আরো বেশি সতর্ক অবস্থায় আছি আমরা। আমরা দেখেছি যে কিভাবে আরো সতর্ক হতে হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় পর্বে আরো বেশি নিরাপত্তা কিভাবে দেওয়া যায় সে বিষয়ে আমরা সতর্ক আছি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বেলা সাড়ে সাড়ে ১১ টায় ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি অরো বলেন, প্রথম পর্বের মতোই কয়েক স্তরে পোশাকে, সাদা পোশাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ইউনিট,  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, কুইক রেসপন্স টিম, সিসিটিভি মনিটরিং, রুফটফ ডিউটি, সবকিছু মিলিয়ে মনে করি আমরা উত্তোরত্তোর ভালো হচ্ছে, নিরাপত্তা আরো ভালো হচ্ছে। এ পর্বেও আগের মতো সমস্ত আইশৃঙ্খলা বাহিনী মিলিয়ে প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন আছে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এখানে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হবে না। আমার টোটাল মাঠকে নিরপত্তার চাদরে ঢেকে দিয়েছি।
মাওলানা সাদ আসবেন কি না?  এ প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যোগযোগ রাখছি এবং এখনো পর্যন্ত জানি উনি আসছেন না। তবে উনার ছেলেরা এবং মেয়ের জামাতা ইতোমধ্যে ইজতেমা মাঠে আসছে এটা আমরা জানি।
ব্রিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বা/খ: এসআর।