ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্ব ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর পূর্বাভাসে বিশ্ববাজারে আবারও বাড়লো বিনিয়োগের নিরাপদ মাধ্যম স্বর্ণের দাম। রেকর্ড গড়ে চলেছে স্বর্ণ। সোমবার (১ এপ্রিল) আরেক নজির স্থাপন করেছে নিরাপদ আশ্রয় ধাতুটি। এদিন প্রতি আউন্সের দাম উঠেছে ২২৬৫ ডলারে। বিশ্ব ইতিহাসে যা সর্বোচ্চ। ফিউচার গোল্ডের দাম ২ শতাংশ বেড়ে হয়েছে আউন্স প্রতি ২ হাজার ২৮৬ ডলার।

চলতি বছরের মে থেকে জুন মাসের মধ্যে আবারও সুদের হারে কাটছাঁট করতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই প্রত্যাশায় নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বেড়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ কিনছে চীনের গ্রাহক আর দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২২৬৫ ডলার ৫৩ সেন্টে। বিশ্ব ইতিহাসে তা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে কখনও এত দাম দেখেননি বিশ্ববাসী। দিনের শুরুতে যা ছিল ২২৬০ ডলার।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) বাজার বিশ্লেষক জোসেফ কাভাটনি বলেন, আমি মনে করি; স্বর্ণের জন্য এখন সত্যিকার অর্থেই রোমাঞ্চকর সময়। নেপথ্য কারণ ফেডের সুদহার হ্রাসের জোরালো সম্ভাবনা। ব্যবসায়ীরা শক্তভাবে ধারণা করছেন, এবার সুদের হার কমাবেই ফেড।

তিনি বলেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক ঝুঁকি বিদ্যমান। প্রতিটি দেশে মূল্যস্ফীতি চড়া রয়েছে। সেই সঙ্গে মার্কিন ডলারের মান কমেছে। ফলে রিজার্ভে বৈচিত্র্য আনার তৎপরতা চালাচ্ছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে স্বর্ণ কেনা বাড়িয়েছে তারা। আর এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বৃদ্ধির মুখ্য কারণ।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

আপডেট সময় : ১১:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর পূর্বাভাসে বিশ্ববাজারে আবারও বাড়লো বিনিয়োগের নিরাপদ মাধ্যম স্বর্ণের দাম। রেকর্ড গড়ে চলেছে স্বর্ণ। সোমবার (১ এপ্রিল) আরেক নজির স্থাপন করেছে নিরাপদ আশ্রয় ধাতুটি। এদিন প্রতি আউন্সের দাম উঠেছে ২২৬৫ ডলারে। বিশ্ব ইতিহাসে যা সর্বোচ্চ। ফিউচার গোল্ডের দাম ২ শতাংশ বেড়ে হয়েছে আউন্স প্রতি ২ হাজার ২৮৬ ডলার।

চলতি বছরের মে থেকে জুন মাসের মধ্যে আবারও সুদের হারে কাটছাঁট করতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই প্রত্যাশায় নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বেড়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ কিনছে চীনের গ্রাহক আর দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২২৬৫ ডলার ৫৩ সেন্টে। বিশ্ব ইতিহাসে তা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে কখনও এত দাম দেখেননি বিশ্ববাসী। দিনের শুরুতে যা ছিল ২২৬০ ডলার।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) বাজার বিশ্লেষক জোসেফ কাভাটনি বলেন, আমি মনে করি; স্বর্ণের জন্য এখন সত্যিকার অর্থেই রোমাঞ্চকর সময়। নেপথ্য কারণ ফেডের সুদহার হ্রাসের জোরালো সম্ভাবনা। ব্যবসায়ীরা শক্তভাবে ধারণা করছেন, এবার সুদের হার কমাবেই ফেড।

তিনি বলেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক ঝুঁকি বিদ্যমান। প্রতিটি দেশে মূল্যস্ফীতি চড়া রয়েছে। সেই সঙ্গে মার্কিন ডলারের মান কমেছে। ফলে রিজার্ভে বৈচিত্র্য আনার তৎপরতা চালাচ্ছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে স্বর্ণ কেনা বাড়িয়েছে তারা। আর এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বৃদ্ধির মুখ্য কারণ।