ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রাশিয়ার অপরিশোধিত তেলে দাম বেঁধে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পশ্চিমাদের বেঁধে দেওয়া রাশিয়ার তেলের দাম সোমবার থেকে কার্যকর হয়েছে। সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৬ ডলার ছাড়িয়ে যায়।

শুক্রবার (২ ডিসেম্বর) জি৭ রাশিয়ার তেলের দাম ৬০ ডলার বেঁধে দেওয়ায় একমত হয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্যই এমন পদক্ষেপ।

এদিকে ওপেক প্লাস সপ্তাহান্তে বলেছে, উৎপাদন কমানোর নীতিতে তারা অটল থাকবে। ওপেক প্লাস হচ্ছে তেল রফতানিকারী ২৩ দেশের জোট। এর মধ্য রাশিয়াও রয়েছে। জোটের দেশগুলো বিশ্ববাজারে ক্রুড তেল বিক্রি নিয়ে নিয়মিত বৈঠকে বসে।

রাশিয়া বিশ্বের দ্বিতীয় তেল রফতানিকারক দেশ। শনিবার দেশটি বলছে, বেঁধে দেওয়া দর মানবে না। এই বেঁধে দেওয়া দরে প্রয়োজনে তারা তেল বিক্রি করবে না। ইউরোপের কাছে তেল ও গ্যাস বিক্রি রাশিয়ার বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক পশ্চিমাদের এই পদক্ষেপকে হস্তক্ষেপ হিসেবে দেখছেন, যা মুক্তবাণিজ্য নীতির বিরোধী। এই পদক্ষেপের ফলে সরবরাহ সংকট বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, আমরা সেসব দেশের কাছেই তেল ও পেট্রোলিয়াম বিক্রি করব, যারা বাজার শর্তে আমাদের সঙ্গে কাজ করবে। সূত্র : বিবিসি।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

আপডেট সময় : ১১:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : 
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রাশিয়ার অপরিশোধিত তেলে দাম বেঁধে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পশ্চিমাদের বেঁধে দেওয়া রাশিয়ার তেলের দাম সোমবার থেকে কার্যকর হয়েছে। সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৬ ডলার ছাড়িয়ে যায়।

শুক্রবার (২ ডিসেম্বর) জি৭ রাশিয়ার তেলের দাম ৬০ ডলার বেঁধে দেওয়ায় একমত হয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্যই এমন পদক্ষেপ।

এদিকে ওপেক প্লাস সপ্তাহান্তে বলেছে, উৎপাদন কমানোর নীতিতে তারা অটল থাকবে। ওপেক প্লাস হচ্ছে তেল রফতানিকারী ২৩ দেশের জোট। এর মধ্য রাশিয়াও রয়েছে। জোটের দেশগুলো বিশ্ববাজারে ক্রুড তেল বিক্রি নিয়ে নিয়মিত বৈঠকে বসে।

রাশিয়া বিশ্বের দ্বিতীয় তেল রফতানিকারক দেশ। শনিবার দেশটি বলছে, বেঁধে দেওয়া দর মানবে না। এই বেঁধে দেওয়া দরে প্রয়োজনে তারা তেল বিক্রি করবে না। ইউরোপের কাছে তেল ও গ্যাস বিক্রি রাশিয়ার বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক পশ্চিমাদের এই পদক্ষেপকে হস্তক্ষেপ হিসেবে দেখছেন, যা মুক্তবাণিজ্য নীতির বিরোধী। এই পদক্ষেপের ফলে সরবরাহ সংকট বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, আমরা সেসব দেশের কাছেই তেল ও পেট্রোলিয়াম বিক্রি করব, যারা বাজার শর্তে আমাদের সঙ্গে কাজ করবে। সূত্র : বিবিসি।