ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিপিএল খেলতে আসছেন মালান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর দিন কয়েক বাকি আছে। একের পর এক তারকার সমাবেশ ঘটিয়ে চমক সৃষ্টি করছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানের একঝাঁক তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। শেষ মুহূর্তে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ৫ জানুয়ারি ঢাকায় পা রাখবেন ইংল্যান্ডের তারকা এই ব্যাটার।

শুধু চুক্তি স্বাক্ষর নয়, মালানকে টুর্নামেন্টের শুরু থেকেই পাচ্ছে কুমিল্লা। ৫ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। এর অর্থ একেবারে প্রথম ম্যাচ থেকেই কুমিল্লার হয়ে মাঠে নামতে পারবেন মালান।

বিপিএলে তিনবারের শিরোপাজয়ী এই দলটার হয়ে আগেও বিপিএলে খেলেছেন মালান। এমনকি এই বিপিএলে টুর্নামেন্টে ভালো পারফর্ম করেই জায়গা করে নিয়েছিলেন ইংলিশ জাতীয় দলে। আর মালানের খেলতে আসার বিষয়টি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে।

সেখানে মালানের একটি ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ টপ অর্ডার ব্যাটার, টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে এক বিধ্বংসী নাম ডেভিড মালান এবার বিপিএল ২০২৩ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন। মালানকে ভিক্টোরিয়ান্স পরিবারে স্বাগতম।

এক ভিডিও বার্তায় ডেভিড মালান বলেন, বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি। খুব রোমাঞ্চের একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরুর জন্য আর তর সইছে না।

চোটের কারণে কুমিল্লার হয়ে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির খেলা অনিশ্চিত হয়ে পড়ায় দলটির সমর্থকরা উদ্বিগ্ন হলেও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তারা ডেভিড মালানের অন্তর্ভূক্তির কথা ঘোষণা করলো।

টি-টোয়েন্টিতে এক সময় নাম্বার ওয়ান ব্যাটার ছিলেন ডেভিড মালান। এর আগেও তিনি খেলেছেন বিপিএলে কুমিল্লার হয়ে। তবে সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল না। বদলে যাওয়া আসরে সেবার দলটির নাম ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।

নিউজটি শেয়ার করুন

বিপিএল খেলতে আসছেন মালান

আপডেট সময় : ০২:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর দিন কয়েক বাকি আছে। একের পর এক তারকার সমাবেশ ঘটিয়ে চমক সৃষ্টি করছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানের একঝাঁক তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। শেষ মুহূর্তে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ৫ জানুয়ারি ঢাকায় পা রাখবেন ইংল্যান্ডের তারকা এই ব্যাটার।

শুধু চুক্তি স্বাক্ষর নয়, মালানকে টুর্নামেন্টের শুরু থেকেই পাচ্ছে কুমিল্লা। ৫ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। এর অর্থ একেবারে প্রথম ম্যাচ থেকেই কুমিল্লার হয়ে মাঠে নামতে পারবেন মালান।

বিপিএলে তিনবারের শিরোপাজয়ী এই দলটার হয়ে আগেও বিপিএলে খেলেছেন মালান। এমনকি এই বিপিএলে টুর্নামেন্টে ভালো পারফর্ম করেই জায়গা করে নিয়েছিলেন ইংলিশ জাতীয় দলে। আর মালানের খেলতে আসার বিষয়টি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে।

সেখানে মালানের একটি ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ টপ অর্ডার ব্যাটার, টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে এক বিধ্বংসী নাম ডেভিড মালান এবার বিপিএল ২০২৩ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন। মালানকে ভিক্টোরিয়ান্স পরিবারে স্বাগতম।

এক ভিডিও বার্তায় ডেভিড মালান বলেন, বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি। খুব রোমাঞ্চের একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরুর জন্য আর তর সইছে না।

চোটের কারণে কুমিল্লার হয়ে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির খেলা অনিশ্চিত হয়ে পড়ায় দলটির সমর্থকরা উদ্বিগ্ন হলেও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তারা ডেভিড মালানের অন্তর্ভূক্তির কথা ঘোষণা করলো।

টি-টোয়েন্টিতে এক সময় নাম্বার ওয়ান ব্যাটার ছিলেন ডেভিড মালান। এর আগেও তিনি খেলেছেন বিপিএলে কুমিল্লার হয়ে। তবে সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল না। বদলে যাওয়া আসরে সেবার দলটির নাম ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।