ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপির গণ-অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে বিএনপির গণঅবস্থানকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা শুরু হওয়া বিএনপির এ কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত। বিএনপির কর্মসূচি চলাকালীন পর্যন্ত পুলিশের বাড়তি মোতায়েন থাকবে বলে জানা গেছে।

বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, এসব এলাকায় সকাল থেকেই ধীরে ধীরে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। অন্যদিকে সকাল থেকে এসব এলাকায় দায়িত্বরত পুলিশের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকে। পুলিশ সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসব এলাকায় সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।

বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের বলতে শোনা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান করতে বলা হচ্ছে। পলওয়েল সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করছেন। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে বলা হচ্ছে।

ফকিরাপুল মোড়ে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম রাস্তায় মুখে ব্যারিকেড দিয়ে ব্যাগ চেক করছেন। আর কাকরাইল নাইটেঙ্গেল মোড়েও সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বিএনপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থানের জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে আমাদের বাড়তি ফোর্স মোতায়ন রয়েছে। বিএনপির কর্মসূচি স্থান ও এর আশপাশের এলাকায় যেন নিরাপত্তা পরিস্থিতির বিঘ্ন না ঘটে এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি নয় সেই লক্ষ্যে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

এদিকে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএনপিকে রাজধানীতে গণঅবস্থানের অনুমতি দেওয়ার পর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি করবে বলে, আমরা তাদের গণঅবস্থানের অনুমতি দিয়েছি। তাই তাদের বিশেষভাবে অনুরোধ করেছি, তারা যেন রাস্তা অবরোধ না করেন। বিশেষ করে যান চলাচল বন্ধ করে ও জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো রাজনৈতিক কর্মসূচি যেন না করা হয়। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে আমাদের তরফ থেকে সব ধরনের নিরাপত্তাসহ অন্যান্য সহযোগিতা পাবেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপির গণ-অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট সময় : ০১:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে বিএনপির গণঅবস্থানকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা শুরু হওয়া বিএনপির এ কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত। বিএনপির কর্মসূচি চলাকালীন পর্যন্ত পুলিশের বাড়তি মোতায়েন থাকবে বলে জানা গেছে।

বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, এসব এলাকায় সকাল থেকেই ধীরে ধীরে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। অন্যদিকে সকাল থেকে এসব এলাকায় দায়িত্বরত পুলিশের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকে। পুলিশ সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসব এলাকায় সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।

বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের বলতে শোনা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান করতে বলা হচ্ছে। পলওয়েল সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করছেন। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে বলা হচ্ছে।

ফকিরাপুল মোড়ে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম রাস্তায় মুখে ব্যারিকেড দিয়ে ব্যাগ চেক করছেন। আর কাকরাইল নাইটেঙ্গেল মোড়েও সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বিএনপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থানের জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে আমাদের বাড়তি ফোর্স মোতায়ন রয়েছে। বিএনপির কর্মসূচি স্থান ও এর আশপাশের এলাকায় যেন নিরাপত্তা পরিস্থিতির বিঘ্ন না ঘটে এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি নয় সেই লক্ষ্যে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

এদিকে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএনপিকে রাজধানীতে গণঅবস্থানের অনুমতি দেওয়ার পর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি করবে বলে, আমরা তাদের গণঅবস্থানের অনুমতি দিয়েছি। তাই তাদের বিশেষভাবে অনুরোধ করেছি, তারা যেন রাস্তা অবরোধ না করেন। বিশেষ করে যান চলাচল বন্ধ করে ও জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো রাজনৈতিক কর্মসূচি যেন না করা হয়। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে আমাদের তরফ থেকে সব ধরনের নিরাপত্তাসহ অন্যান্য সহযোগিতা পাবেন।