ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বান্দরবানে ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধি : 

মায়ানমার ও ভারত সীমান্ত সংলগ্ন পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নিরাপত্তার কারণে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এ দুটি উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন না। তবে জেলার অন্যান্য এলাকাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকায় সেখানে পর্যটকরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

এ নিয়ে অষ্টমবারের মতো পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বর্ধিত করা হয়েছে বান্দরবানে।

গত ১৭ অক্টোবর থেকে বান্দরবানে দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা শুরু হয়। প্রথমদিকে বান্দরবানের চারটি উপজেলায় এই নিষেধাজ্ঞা দেয়া হলেও পরে শুধু রুমা ও রোয়াংছড়ি উপজেলাকে রেখে বাকিগুলো বাদ দেয়া হয়।

নিষেধাজ্ঞার কারণে বান্দরবানের পর্যটন এলাকা দেবতা খুম, তিনাপ সাইথার ঝর্না, রিজুক ঝর্না, বগালেক, কেউ ক্রাডং তাজিংডংসহ বেশ কয়েকটি এলাকা এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞর কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

আপডেট সময় : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

বান্দরবান প্রতিনিধি : 

মায়ানমার ও ভারত সীমান্ত সংলগ্ন পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নিরাপত্তার কারণে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এ দুটি উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন না। তবে জেলার অন্যান্য এলাকাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকায় সেখানে পর্যটকরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

এ নিয়ে অষ্টমবারের মতো পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বর্ধিত করা হয়েছে বান্দরবানে।

গত ১৭ অক্টোবর থেকে বান্দরবানে দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা শুরু হয়। প্রথমদিকে বান্দরবানের চারটি উপজেলায় এই নিষেধাজ্ঞা দেয়া হলেও পরে শুধু রুমা ও রোয়াংছড়ি উপজেলাকে রেখে বাকিগুলো বাদ দেয়া হয়।

নিষেধাজ্ঞার কারণে বান্দরবানের পর্যটন এলাকা দেবতা খুম, তিনাপ সাইথার ঝর্না, রিজুক ঝর্না, বগালেক, কেউ ক্রাডং তাজিংডংসহ বেশ কয়েকটি এলাকা এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞর কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।