ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বদলগাছীতে বাজারে সবজির দাম ভাল থাকায় কৃষকেরা খুশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ৪৫১ বার পড়া হয়েছে

বদলগাছীতে বাজারে সবজির দাম ভাল থাকায় কৃষকের মুখে খুশির ছাঁপ

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে বাজারে সব ধরনের সবজির দাম ভাল থাকায় স্যফল্যর মুখ দেখছেন উপজেলার কৃষকেরা।

জানা যায়, শীতের শুরুতে নতুন সবজির বাজারে দাম ভাল পাওয়ায় খুশিতে দিন পার করছে তারা। গত সোমবার গোবরচাঁপাহাট ও বুধবার বদলগাছী সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পাতাসহ পিঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, রসুন ৬৫ খেকে ৭০টাকা, শিম ১শ’ ২০ থেকে ১শ’ ৪০শ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৬০ থেকে ৬৫ টাকা, নতুন ফুল কপি ১ পিছ ৪০ থেকে ৪৫ টাকা,  লাল শাক ৩০থেকে ৩৫টাকা, ঢেরস ৫৫ থেকে ৬০ টাকা, পোটল ৩৫ থেকে ৪০টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, পালং শাক ৩৫ থেকে ৪০ টাকা বাজার দর দেখা গেছে।

আধাইপুর ইউপির পার আধাইপুর গ্রামের কৃষক গোপাল বলেন, ‘আমি ১২ কাঠা জমিতে প্রায় ২২শ’  ফুল কপির চারা রোপন করেছি এবং তুলতে শুরু করেছি। প্রতিটি কপি বাজারে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রয় করছি।’

কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, ‘১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। শেষ সময় প্রতি সপ্তাহে দেড় থেকে ২ মণ পটল তুলতে পেরেছি । প্রতিমণ ১১শ’ থেকে ১৩শ’ টাকা দরে বিক্রয় করেছি।’

কোলা ইউপি’র পুখুরিয়া গ্রামের আঃ সালাম বলেন, ‘আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি । আশা করছি এ সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রয় করতে পারবো। তাছাড়া বাজারে সবজির দাম ভাল আছে আশা করছি দামও ভালোই পাব।’

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, ‘বদলগাছীতে এবার প্রায় ৭শ’ ৩০ হেক্টর জমিতে শিমসহ বিভিন্ন সবজি চাষ আবাদ হয়েছে। বছরে শুরু খেকেই আবহাওয়া ভাল থাকায় সবজির বর্তমান ভাল আছে। এতে উপজেলার কৃষরা অনেক লাভবান হবে এই সবজি থেকে ।’

বা/খ: এসআর

নিউজটি শেয়ার করুন

বদলগাছীতে বাজারে সবজির দাম ভাল থাকায় কৃষকেরা খুশি

আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে বাজারে সব ধরনের সবজির দাম ভাল থাকায় স্যফল্যর মুখ দেখছেন উপজেলার কৃষকেরা।

জানা যায়, শীতের শুরুতে নতুন সবজির বাজারে দাম ভাল পাওয়ায় খুশিতে দিন পার করছে তারা। গত সোমবার গোবরচাঁপাহাট ও বুধবার বদলগাছী সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পাতাসহ পিঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, রসুন ৬৫ খেকে ৭০টাকা, শিম ১শ’ ২০ থেকে ১শ’ ৪০শ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৬০ থেকে ৬৫ টাকা, নতুন ফুল কপি ১ পিছ ৪০ থেকে ৪৫ টাকা,  লাল শাক ৩০থেকে ৩৫টাকা, ঢেরস ৫৫ থেকে ৬০ টাকা, পোটল ৩৫ থেকে ৪০টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, পালং শাক ৩৫ থেকে ৪০ টাকা বাজার দর দেখা গেছে।

আধাইপুর ইউপির পার আধাইপুর গ্রামের কৃষক গোপাল বলেন, ‘আমি ১২ কাঠা জমিতে প্রায় ২২শ’  ফুল কপির চারা রোপন করেছি এবং তুলতে শুরু করেছি। প্রতিটি কপি বাজারে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রয় করছি।’

কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, ‘১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। শেষ সময় প্রতি সপ্তাহে দেড় থেকে ২ মণ পটল তুলতে পেরেছি । প্রতিমণ ১১শ’ থেকে ১৩শ’ টাকা দরে বিক্রয় করেছি।’

কোলা ইউপি’র পুখুরিয়া গ্রামের আঃ সালাম বলেন, ‘আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি । আশা করছি এ সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রয় করতে পারবো। তাছাড়া বাজারে সবজির দাম ভাল আছে আশা করছি দামও ভালোই পাব।’

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, ‘বদলগাছীতে এবার প্রায় ৭শ’ ৩০ হেক্টর জমিতে শিমসহ বিভিন্ন সবজি চাষ আবাদ হয়েছে। বছরে শুরু খেকেই আবহাওয়া ভাল থাকায় সবজির বর্তমান ভাল আছে। এতে উপজেলার কৃষরা অনেক লাভবান হবে এই সবজি থেকে ।’

বা/খ: এসআর