ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বদলগাছীতে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ৪৬৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি //
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে। রাস্তার ঠিকাদারের কাজটি করছেন উপজেলার কোলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন। এলাকাবাসীরা বারবার অভিযোগ করার পরও কোন পদক্ষেপ নেননি উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে উপজেলার বালুভরা ইউনিয়নের শশীরমোড় থেকে চকগোপাল বাঁধ পর্যন্ত ২ হাজার ৬শ’ ৫০ মিটার সড়ক নির্মাণ হচ্ছে। যার নির্মাণ বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৬৫১ টাকা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে অল্প সংখ্যক শ্রমিক দিয়ে ঢিলেঢালা ভাবে রাস্তার কাজ করা হচ্ছিল। বর্তমানে ঈদুল ফিতরের সরকারি ছুটি হয়েছে। ছুটির সময়ে তড়িঘড়ি করে কাজটি শেষ করা হচ্ছে। গত দু’দিন থেকে বেশ দ্রুত গতিতে কাজ করছেন শ্রমিকরা। উপজেলা প্রকৌশল অফিসের কোন রকম তদারকি ছাড়াই এসব কাজ চলছে। প্রায় আড়াই কিলোমিটারের অধিক এ সড়কটিতে অধিকাংশই তিন নম্বর ইটের খোয়া দিয়ে কার্পেটিং এর কাজ করা হচ্ছে। রাস্তার দুই পাশের এজিং-এ ও দুই নম্বর এবং পুরনো ইট দেওয়া হয়েছে। ইতিপূর্বে রাস্তার কাজের অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় আরচা গ্রামের দোকানি আব্দুল মজিদ বলেন, রাস্তার কাজ মোটেই মানসম্মত হচ্ছে না। আমরা বাঁধা দিয়েছিলাম তারপরও ঠিকাদার এসে আমাদের এই মোড়ের কিছু অংশে ভাল ইট দিয়েছে। কিন্তু পুরো রাস্তাটা তিন নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। আমরা বার বার অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছে না।
স্থানীয় অটোচালক সোহেল রানা বলেন, রাস্তার যতটুকু কাজ করা হয়েছে দেখছি তার অধিকাংশ তিন নম্বর ইট। তিন নম্বর ইট দিয়ে কাজ করায় রাস্তা ভাল হবে না।
ঠিকাদার কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

বদলগাছীতে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
// বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি //
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে। রাস্তার ঠিকাদারের কাজটি করছেন উপজেলার কোলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন। এলাকাবাসীরা বারবার অভিযোগ করার পরও কোন পদক্ষেপ নেননি উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে উপজেলার বালুভরা ইউনিয়নের শশীরমোড় থেকে চকগোপাল বাঁধ পর্যন্ত ২ হাজার ৬শ’ ৫০ মিটার সড়ক নির্মাণ হচ্ছে। যার নির্মাণ বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৬৫১ টাকা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে অল্প সংখ্যক শ্রমিক দিয়ে ঢিলেঢালা ভাবে রাস্তার কাজ করা হচ্ছিল। বর্তমানে ঈদুল ফিতরের সরকারি ছুটি হয়েছে। ছুটির সময়ে তড়িঘড়ি করে কাজটি শেষ করা হচ্ছে। গত দু’দিন থেকে বেশ দ্রুত গতিতে কাজ করছেন শ্রমিকরা। উপজেলা প্রকৌশল অফিসের কোন রকম তদারকি ছাড়াই এসব কাজ চলছে। প্রায় আড়াই কিলোমিটারের অধিক এ সড়কটিতে অধিকাংশই তিন নম্বর ইটের খোয়া দিয়ে কার্পেটিং এর কাজ করা হচ্ছে। রাস্তার দুই পাশের এজিং-এ ও দুই নম্বর এবং পুরনো ইট দেওয়া হয়েছে। ইতিপূর্বে রাস্তার কাজের অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় আরচা গ্রামের দোকানি আব্দুল মজিদ বলেন, রাস্তার কাজ মোটেই মানসম্মত হচ্ছে না। আমরা বাঁধা দিয়েছিলাম তারপরও ঠিকাদার এসে আমাদের এই মোড়ের কিছু অংশে ভাল ইট দিয়েছে। কিন্তু পুরো রাস্তাটা তিন নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। আমরা বার বার অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছে না।
স্থানীয় অটোচালক সোহেল রানা বলেন, রাস্তার যতটুকু কাজ করা হয়েছে দেখছি তার অধিকাংশ তিন নম্বর ইট। তিন নম্বর ইট দিয়ে কাজ করায় রাস্তা ভাল হবে না।
ঠিকাদার কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি।
বা/খ: এসআর।