ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজই নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি কয়েক ধাপে শক্তি সঞ্চয় করে আগামী ১৪ মের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তখন এর নাম হবে ঘূর্ণিঝড় ‘মোখা’। এর প্রভাবেই দেশের ৪০ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। বাড়ছে তাপমাত্রা।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের যে এলাকায় নিম্নচাপের সৃষ্টি হবে সেখানে সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকলে দ্রুত শক্তি সঞ্চয়ের শঙ্কা রয়েছে।

আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩০ ঘণ্টা বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। যা আগামী কয়েকদিনে আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে

আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজই নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি কয়েক ধাপে শক্তি সঞ্চয় করে আগামী ১৪ মের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তখন এর নাম হবে ঘূর্ণিঝড় ‘মোখা’। এর প্রভাবেই দেশের ৪০ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। বাড়ছে তাপমাত্রা।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের যে এলাকায় নিম্নচাপের সৃষ্টি হবে সেখানে সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকলে দ্রুত শক্তি সঞ্চয়ের শঙ্কা রয়েছে।

আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩০ ঘণ্টা বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। যা আগামী কয়েকদিনে আরও বাড়বে।