ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজী ও প্রাননাশের হুমকির অভিযোগ : থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৪৬৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// বিশেষ প্রতিনিধি //
ফরিদপুরের ব‍্যবসায়ী ও ঠিকাদার মোঃ তুহিন মিয়ার নিকট থেকে  পনেরো লক্ষ টাকা চাদার দাবি করে আসছে শহরের অম্বিকাপুর খাদ‍্য গোডাউন এলাকার নিবাসী পিতা মৃত হাতেম খা’র ছেলে জিহাদ।
এবিষয়ে তুহিন মিয়া গত ০৮/০৫/২৩  ইং তারিখে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
ঐ অভিযোগ পত্রে তুহিন উল্লেখ করেছে বেশ কিছু দিন ধরে জিহাদ সহ আরো ১০/১২  জন লোক ১৫ লক্ষ টাকা চাদা দাবি আসছে। ঘটনার দিন
তুহিন তার ইট ভাটার টাকা নিয়ে  চেম্বারে আসে। এ খবর জানতে পেরে জিহাদ তার দলবল দিয়ে তুহিনের চেম্বার মুজিব সড়ক আরজু মার্কেটে এসে হাজির হয় এবং চাদার টাকা দাবি করে হুমকি দিয়ে মাথা পিস্তল ঠেকিয়ে ধরে। এ সময় তুহিনের অফিস গার্ড  রক্ষা করতে এগিয়ে আসলে
তাকে ও পিস্তল ঠেকিয়ে ধরে। আমাকে ও আমার গার্ড কে মারধর করে আমার ড্রয়ারে ইটভাটার জমা কৃত ৭ লক্ষ টাকা মারধর, ভয়ভীতি দেখিয়ে ও হামলা করে নিয়ে যায়। আমার আত্মচিৎকারে মার্কেটের লোকজন এগিয়ে  আসলে তারা চলে যায়।
আমাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ব‍্যবসায়ী ও ঠিকাদার  তুহিন  আরো জানান,  জিহাদ আবার যে কোন সময় আমার উপর হামলা করতে পারে আমি  এখন নিরাপত্তাহীনতার ভুগছি।
এ বিষয়ে  জিহাদ  জানান,  আমি  তুহিনের নিকট কোন চাদা দাবি করি নাই। আমি ওদের বিল্ডিং এর ভাড়াটিয়া এবং আমার  অফিস ওদের বিল্ডিং এ। তুহিনের  অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
ফরিদপুরের কোতোয়ালি থানার  উপ-পুলিশ পরির্দশক মাহাবুব উল জানান, অভিযোগের   অনুসন্ধান চলছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব‍্যবস্থা নেয়া হবে।
বা/খ : এসআর।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজী ও প্রাননাশের হুমকির অভিযোগ : থানায় অভিযোগ

আপডেট সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
// বিশেষ প্রতিনিধি //
ফরিদপুরের ব‍্যবসায়ী ও ঠিকাদার মোঃ তুহিন মিয়ার নিকট থেকে  পনেরো লক্ষ টাকা চাদার দাবি করে আসছে শহরের অম্বিকাপুর খাদ‍্য গোডাউন এলাকার নিবাসী পিতা মৃত হাতেম খা’র ছেলে জিহাদ।
এবিষয়ে তুহিন মিয়া গত ০৮/০৫/২৩  ইং তারিখে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
ঐ অভিযোগ পত্রে তুহিন উল্লেখ করেছে বেশ কিছু দিন ধরে জিহাদ সহ আরো ১০/১২  জন লোক ১৫ লক্ষ টাকা চাদা দাবি আসছে। ঘটনার দিন
তুহিন তার ইট ভাটার টাকা নিয়ে  চেম্বারে আসে। এ খবর জানতে পেরে জিহাদ তার দলবল দিয়ে তুহিনের চেম্বার মুজিব সড়ক আরজু মার্কেটে এসে হাজির হয় এবং চাদার টাকা দাবি করে হুমকি দিয়ে মাথা পিস্তল ঠেকিয়ে ধরে। এ সময় তুহিনের অফিস গার্ড  রক্ষা করতে এগিয়ে আসলে
তাকে ও পিস্তল ঠেকিয়ে ধরে। আমাকে ও আমার গার্ড কে মারধর করে আমার ড্রয়ারে ইটভাটার জমা কৃত ৭ লক্ষ টাকা মারধর, ভয়ভীতি দেখিয়ে ও হামলা করে নিয়ে যায়। আমার আত্মচিৎকারে মার্কেটের লোকজন এগিয়ে  আসলে তারা চলে যায়।
আমাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ব‍্যবসায়ী ও ঠিকাদার  তুহিন  আরো জানান,  জিহাদ আবার যে কোন সময় আমার উপর হামলা করতে পারে আমি  এখন নিরাপত্তাহীনতার ভুগছি।
এ বিষয়ে  জিহাদ  জানান,  আমি  তুহিনের নিকট কোন চাদা দাবি করি নাই। আমি ওদের বিল্ডিং এর ভাড়াটিয়া এবং আমার  অফিস ওদের বিল্ডিং এ। তুহিনের  অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
ফরিদপুরের কোতোয়ালি থানার  উপ-পুলিশ পরির্দশক মাহাবুব উল জানান, অভিযোগের   অনুসন্ধান চলছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব‍্যবস্থা নেয়া হবে।
বা/খ : এসআর।