ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে কাঁচা বাজার ফের নিয়ন্ত্রণহীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// বিশেষ প্রতিনিধি //

ফরিদপুরে আবার নতুন ভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে।
আজ শুক্রবার বাজারে সরোজমিনে গিয়ে দেখা যায় কাচা খাদ্য দ্রব‍্যর প্রতিটি জিনিসে দাম বেড়েছে।
তার মধ্যে রয়েছে আলু পিয়াজ করলা বেগুন সহ সকল খাদ্য দ্রব‍্যর কাঁচা মাল। বৃহস্পতিবার ও পিঁয়াজ খুচরা বিক্রি হয়েছে প্রতি কেজি চল্লিশ টাকা। আজ শুক্রবার তা বিক্রি হচ্ছে প্রতি কেজি দর পঞ্চাশ টাকায়। আলু বিক্রি হয়েছে  প্রতি কেজি দর পচিশ টাকা দরে; এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রয়ত্রিশ টাকা দরে। এভাবে প্রতিটি কাঁচা খাদ‍্য দ্রব‍্যর দাম বৃদ্ধি পেয়েছে।
বাজার করতে আসা সেলিম, কামাল, রমজান গংরা জানান, দুই /এক দিনের মধ্যে গড়ে প্রতিটি খাদ‍্য দ্রব‍্যর দাম কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবে দিন দিন দাম বাড়তে থাকলে আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে। সরকার বাহদুরের কঠোর হাতে নিয়ন্ত্রণ করা উচিৎ এখনই।
তারা আরো বলে কিছু অসাধু আড়ৎদারা সিন্ডিকেট করে এ জঘন‍্য কাজ গুলো করছে।
খুরচা তরকারী বিক্রেতা মাসুদ. মমিন জানান  আমাদের কিছুই করার নেই ।
আমারা আড়ৎ থেকে এনে খুরচা বাজারে এলে আপনাদের কাছে বিক্রি করে থাকি এবং ওই আয়ের থেকে সংসার চলে আমাদের।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে কাঁচা বাজার ফের নিয়ন্ত্রণহীন

আপডেট সময় : ১২:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

// বিশেষ প্রতিনিধি //

ফরিদপুরে আবার নতুন ভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে।
আজ শুক্রবার বাজারে সরোজমিনে গিয়ে দেখা যায় কাচা খাদ্য দ্রব‍্যর প্রতিটি জিনিসে দাম বেড়েছে।
তার মধ্যে রয়েছে আলু পিয়াজ করলা বেগুন সহ সকল খাদ্য দ্রব‍্যর কাঁচা মাল। বৃহস্পতিবার ও পিঁয়াজ খুচরা বিক্রি হয়েছে প্রতি কেজি চল্লিশ টাকা। আজ শুক্রবার তা বিক্রি হচ্ছে প্রতি কেজি দর পঞ্চাশ টাকায়। আলু বিক্রি হয়েছে  প্রতি কেজি দর পচিশ টাকা দরে; এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রয়ত্রিশ টাকা দরে। এভাবে প্রতিটি কাঁচা খাদ‍্য দ্রব‍্যর দাম বৃদ্ধি পেয়েছে।
বাজার করতে আসা সেলিম, কামাল, রমজান গংরা জানান, দুই /এক দিনের মধ্যে গড়ে প্রতিটি খাদ‍্য দ্রব‍্যর দাম কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবে দিন দিন দাম বাড়তে থাকলে আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে। সরকার বাহদুরের কঠোর হাতে নিয়ন্ত্রণ করা উচিৎ এখনই।
তারা আরো বলে কিছু অসাধু আড়ৎদারা সিন্ডিকেট করে এ জঘন‍্য কাজ গুলো করছে।
খুরচা তরকারী বিক্রেতা মাসুদ. মমিন জানান  আমাদের কিছুই করার নেই ।
আমারা আড়ৎ থেকে এনে খুরচা বাজারে এলে আপনাদের কাছে বিক্রি করে থাকি এবং ওই আয়ের থেকে সংসার চলে আমাদের।
বা/খ: এসআর।