ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রী বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন : কবির বিন আনোয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দায়িত্ব পালনের শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের তিনি বলেন, মঙ্গলবার (৩ জানুয়ারি) আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটা রুটিনমাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না এই কথার সত্যতা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেতে রাজি হননি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

তার জায়গায় মন্ত্রিপরিষদসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন : কবির বিন আনোয়ার

আপডেট সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দায়িত্ব পালনের শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের তিনি বলেন, মঙ্গলবার (৩ জানুয়ারি) আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটা রুটিনমাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না এই কথার সত্যতা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেতে রাজি হননি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

তার জায়গায় মন্ত্রিপরিষদসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে।