ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রীর উপহার ঘর-জমি পাচ্ছেন লংগদুর ৮৩ ভূমি ও গৃহহীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / ৪৬৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আরাফাত হোসেন বেলাল, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির লংগদুতে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৮৩ পরিবারককে উপহার হিসেবে জমিসহ দেয়া হচ্ছে মুজিব বর্ষের ঘর। আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার  (২০মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লংগদু উপজেলার কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এ তথ্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান ।
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফোঁটানো। ওই লক্ষ্য পূরণে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক চাহিদা ও উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করেন। এরই ধারাবাহিকতায় জাতির পিতার কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ১ম সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন ‘আশ্রয়ণ প্রকল্প’। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাঁর কন্যা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন। আশ্রয়ণ প্রকল্পের নির্ধারিত নমুনা ও ডিজাইন অনুসরণ করে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে এ সকল টেকসই এবং মানসম্মত ঘর ভূমিহীন এবং গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে।
সরকারি উদ্যোগে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। তারই ধারাবাহিকতায় রাঙামাটির লংগদুতে এ পর্যন্ত মোট বরাদ্দ হয়েছে ৩২০ টি ঘর, ইতিমধ্যে ২৮৮ টির কাজ সম্পন্ন হয়েছে। ৮৩ টি ঘর ২২ মার্চ বুধবার উদ্ধোধন করা হবে। অবশিষ্ট ৩২ টির কাজ চলমান রয়েছে যা উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে প্রেস কনফারেন্সের মাধ্যমে  নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
বা/খ: এসআর ।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর উপহার ঘর-জমি পাচ্ছেন লংগদুর ৮৩ ভূমি ও গৃহহীন

আপডেট সময় : ১০:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
আরাফাত হোসেন বেলাল, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির লংগদুতে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৮৩ পরিবারককে উপহার হিসেবে জমিসহ দেয়া হচ্ছে মুজিব বর্ষের ঘর। আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার  (২০মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লংগদু উপজেলার কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এ তথ্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান ।
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফোঁটানো। ওই লক্ষ্য পূরণে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক চাহিদা ও উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করেন। এরই ধারাবাহিকতায় জাতির পিতার কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ১ম সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন ‘আশ্রয়ণ প্রকল্প’। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাঁর কন্যা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন। আশ্রয়ণ প্রকল্পের নির্ধারিত নমুনা ও ডিজাইন অনুসরণ করে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে এ সকল টেকসই এবং মানসম্মত ঘর ভূমিহীন এবং গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে।
সরকারি উদ্যোগে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। তারই ধারাবাহিকতায় রাঙামাটির লংগদুতে এ পর্যন্ত মোট বরাদ্দ হয়েছে ৩২০ টি ঘর, ইতিমধ্যে ২৮৮ টির কাজ সম্পন্ন হয়েছে। ৮৩ টি ঘর ২২ মার্চ বুধবার উদ্ধোধন করা হবে। অবশিষ্ট ৩২ টির কাজ চলমান রয়েছে যা উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে প্রেস কনফারেন্সের মাধ্যমে  নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
বা/খ: এসআর ।