ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার ঘনিষ্ঠ কালা সাহাকে তাঁতী লীগের সম্পাদক করায় নেতাকর্মীরা হতবাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ৬২০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি //

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ও আওয়ামী লীগ সরকার পতনের চক্রান্তকারী শিপন কুমার বসুর ঘনিষ্ঠজন অলিপ সাহা কালাকে বাগেরহাটের চিতলমারী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করায় নেতাকর্মিরা হতবাক হয়ে পড়েছেন। তাঁরা অতিশীঘ্র সদ্য ঘোষিত এই কমিটি থেকে অলিপ সাহা কালাকে বহিস্কার করে দলের ‘ক্লিন ইমেজের’ যে কোন ব্যাক্তিকে তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণার দাবী জানিয়েছেন। গত ৮ জুলাই বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব বাকী তালুকদার স্বাক্ষরিত এক পত্রে অলীপ সাহা কালাকে আগামী তিন বছরের জন্য চিতলমারী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় এবং ১৭ জুলাই রাতে সেটি চিতলমারীতে প্রকাশ হয়। কয়েক মাস আগে ভারতের একটি অনুষ্ঠানে শিপন বসুর সাথে অলীপ সাহা কালার একাধিক ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল।

শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমডি আমিনুল হক বলেন, ‘শিপন কুমার বসু একজন দেশদ্রোহী ও স্বাধনীতা বিরোধী লোক। তার সাথে অলিপ সাহা কালার কি প্রয়োজন থাকতে পারে। ভারতে গিয়ে তার সাথে মিটিং করাটা খুবই হীন কাজ। এটাও ষড়যন্ত্রের অংশ বিশেষ। সেই অলিপ সাহা কালাকে চিতলমারী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করায় নেতাকর্মিরা হতবাক হয়ে পড়েছেন। আমরা অতিশীঘ্র সদ্য ঘোষিত এই কমিটি থেকে অলীপ সাহা কালাকে বহিস্কার করে দলের ‘ক্লিন ইমেজের’ যে কোন ব্যাক্তিকে তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণার দাবী জানাচ্ছি।’ সেই সাথে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া শিপন কুমার বসুকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান ছাত্র লীগের এই নেতা।

চিতলমারী উপজেলা তাঁতী লীগের নব ঘোষণ্কাৃত কমিটির সহ-সাধারণ সম্পাদক চুন্নু শেখ বলেন, ‘অলিপ সাহা কালাকে আগে আমি চিনতাম না। কমিটি ঘোষণার পর খোঁজ নিয়ে জানলাম সে শিপন বসুর ঘনিষ্ঠ লোক।’
এ বিষয়ে নব ঘোষণাকৃত চিতলমারী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা বলেন, কয়েক মাস আগে ভারতে গিয়ে ছিলাম। শিপনের ছোট ভাই কৌশিক বসুর কাছে আমার টাকা পাওনা ছিল। সেই টাকা আনতে গেলে একটি জন্মদিনের অনুষ্ঠানে শিপন বসু আমার সাথে ভিডিও করে ও ছবি তোলে। পরে টাকা দিলে আমি চলে আসি।’
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিযূষ কান্তি রায় সাংবাদিকদের বলেন, ‘শিপন কুমার বসুর সাথে অলিপ সাহা কালার ঘনিষ্ঠতা আছে কিনা সে বিষয়ে আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে প্রশাসন বা দল তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা নেবে।’
বাগেরহোট জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব বাকী তালুকদার বলেন, ‘চিতলমারী উপজেলা নেতৃবৃন্দের অনুরোধে তাদের পছেন্দের লোককে কমিটিতে রেখে কমিটি ঘোষণা দিয়েছি। ভাল মন্দের দায়ভার তাদের। আর এই অলিপ সাহা কালাকে এর আগে আমি চিনতাম না।’
ইসরাইয়েলের গুপ্তচর হিসেবে পরিচিত শিপন কুমার বসু ওরফে জ্ঞান কচুয়া উপজেলার সাহসপুর এলাকার কালিপদ বসুর ছেলে। ছোট বেলায় নানাবাড়ি চিতলমারী উপজেলার বোয়ালিয়া গ্রামে বড় হয়েছেন তিনি। সে “ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি” নামের একটি সংগঠনের সভাপতি। আনুমানিক বছর ১৬ আগে বাংলাদেশ ছেড়ে ভারতে বসবাস শুরু করেন। ২০১৭ অক্টোবরের মাঝামাঝি ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগ সরকারকে পতনের হুমকী দিয়ে আলোচনায় আসেন “ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি” এর সভাপতি শিপন কুমার বসু ওরফে জ্ঞান। তখন হত্যার হুমকী নিয়ে বাংলাদেশী বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। কিছু দিন আগেও তিনি বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকায় আলোচনায় আসেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার ঘনিষ্ঠ কালা সাহাকে তাঁতী লীগের সম্পাদক করায় নেতাকর্মীরা হতবাক

আপডেট সময় : ০৪:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

// চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি //

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ও আওয়ামী লীগ সরকার পতনের চক্রান্তকারী শিপন কুমার বসুর ঘনিষ্ঠজন অলিপ সাহা কালাকে বাগেরহাটের চিতলমারী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করায় নেতাকর্মিরা হতবাক হয়ে পড়েছেন। তাঁরা অতিশীঘ্র সদ্য ঘোষিত এই কমিটি থেকে অলিপ সাহা কালাকে বহিস্কার করে দলের ‘ক্লিন ইমেজের’ যে কোন ব্যাক্তিকে তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণার দাবী জানিয়েছেন। গত ৮ জুলাই বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব বাকী তালুকদার স্বাক্ষরিত এক পত্রে অলীপ সাহা কালাকে আগামী তিন বছরের জন্য চিতলমারী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় এবং ১৭ জুলাই রাতে সেটি চিতলমারীতে প্রকাশ হয়। কয়েক মাস আগে ভারতের একটি অনুষ্ঠানে শিপন বসুর সাথে অলীপ সাহা কালার একাধিক ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল।

শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমডি আমিনুল হক বলেন, ‘শিপন কুমার বসু একজন দেশদ্রোহী ও স্বাধনীতা বিরোধী লোক। তার সাথে অলিপ সাহা কালার কি প্রয়োজন থাকতে পারে। ভারতে গিয়ে তার সাথে মিটিং করাটা খুবই হীন কাজ। এটাও ষড়যন্ত্রের অংশ বিশেষ। সেই অলিপ সাহা কালাকে চিতলমারী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করায় নেতাকর্মিরা হতবাক হয়ে পড়েছেন। আমরা অতিশীঘ্র সদ্য ঘোষিত এই কমিটি থেকে অলীপ সাহা কালাকে বহিস্কার করে দলের ‘ক্লিন ইমেজের’ যে কোন ব্যাক্তিকে তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঘোষণার দাবী জানাচ্ছি।’ সেই সাথে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া শিপন কুমার বসুকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান ছাত্র লীগের এই নেতা।

চিতলমারী উপজেলা তাঁতী লীগের নব ঘোষণ্কাৃত কমিটির সহ-সাধারণ সম্পাদক চুন্নু শেখ বলেন, ‘অলিপ সাহা কালাকে আগে আমি চিনতাম না। কমিটি ঘোষণার পর খোঁজ নিয়ে জানলাম সে শিপন বসুর ঘনিষ্ঠ লোক।’
এ বিষয়ে নব ঘোষণাকৃত চিতলমারী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা বলেন, কয়েক মাস আগে ভারতে গিয়ে ছিলাম। শিপনের ছোট ভাই কৌশিক বসুর কাছে আমার টাকা পাওনা ছিল। সেই টাকা আনতে গেলে একটি জন্মদিনের অনুষ্ঠানে শিপন বসু আমার সাথে ভিডিও করে ও ছবি তোলে। পরে টাকা দিলে আমি চলে আসি।’
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিযূষ কান্তি রায় সাংবাদিকদের বলেন, ‘শিপন কুমার বসুর সাথে অলিপ সাহা কালার ঘনিষ্ঠতা আছে কিনা সে বিষয়ে আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে প্রশাসন বা দল তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা নেবে।’
বাগেরহোট জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব বাকী তালুকদার বলেন, ‘চিতলমারী উপজেলা নেতৃবৃন্দের অনুরোধে তাদের পছেন্দের লোককে কমিটিতে রেখে কমিটি ঘোষণা দিয়েছি। ভাল মন্দের দায়ভার তাদের। আর এই অলিপ সাহা কালাকে এর আগে আমি চিনতাম না।’
ইসরাইয়েলের গুপ্তচর হিসেবে পরিচিত শিপন কুমার বসু ওরফে জ্ঞান কচুয়া উপজেলার সাহসপুর এলাকার কালিপদ বসুর ছেলে। ছোট বেলায় নানাবাড়ি চিতলমারী উপজেলার বোয়ালিয়া গ্রামে বড় হয়েছেন তিনি। সে “ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি” নামের একটি সংগঠনের সভাপতি। আনুমানিক বছর ১৬ আগে বাংলাদেশ ছেড়ে ভারতে বসবাস শুরু করেন। ২০১৭ অক্টোবরের মাঝামাঝি ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগ সরকারকে পতনের হুমকী দিয়ে আলোচনায় আসেন “ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি” এর সভাপতি শিপন কুমার বসু ওরফে জ্ঞান। তখন হত্যার হুমকী নিয়ে বাংলাদেশী বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। কিছু দিন আগেও তিনি বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকায় আলোচনায় আসেন।