ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাজীপুরে প্রতিবাদ মিছিল ও সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ৪৭২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি //
সিরাজগঞ্জে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলার কাজীপুরে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার বেলা সাড়ে এগারোটায় বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জের বিএনপির এক কুলাঙ্গার নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও তার পরিবারসহ জাতীয় চার নেতাকে হত্যার সাথে জড়িত।
তিনি বলেন, আওয়ামী পরিবারের সন্তানেরা ওই দিন সিরাজগঞ্জের বিএনপির সমাবেশে গাড়ি বোঝাই করে গেছে। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে চিহ্নিত করবেন। তাদেরকে প্রতিহত করবেন শক্ত হাতে। আপনারা যদি না পারেন তাহলে তাদের তালিকা করে আমার কাছে দেন।
এর আগে ১৬ জুন (শুক্রবার) বিকেলে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন উপলক্ষ্যে মঞ্চে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেন তিনি। যা এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তার ওই বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার রাতেই তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ।
এ ঘটনায় পরদিন শনিবার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।
প্রতিবাদ মিছিল ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাজীপুরে প্রতিবাদ মিছিল ও সভা

আপডেট সময় : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
// কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি //
সিরাজগঞ্জে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলার কাজীপুরে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার বেলা সাড়ে এগারোটায় বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জের বিএনপির এক কুলাঙ্গার নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও তার পরিবারসহ জাতীয় চার নেতাকে হত্যার সাথে জড়িত।
তিনি বলেন, আওয়ামী পরিবারের সন্তানেরা ওই দিন সিরাজগঞ্জের বিএনপির সমাবেশে গাড়ি বোঝাই করে গেছে। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে চিহ্নিত করবেন। তাদেরকে প্রতিহত করবেন শক্ত হাতে। আপনারা যদি না পারেন তাহলে তাদের তালিকা করে আমার কাছে দেন।
এর আগে ১৬ জুন (শুক্রবার) বিকেলে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন উপলক্ষ্যে মঞ্চে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেন তিনি। যা এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তার ওই বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার রাতেই তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ।
এ ঘটনায় পরদিন শনিবার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।
প্রতিবাদ মিছিল ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।