ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাইকগাছায় মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের হানিমুনকিয়া মৌজার একটি লীজ নেওয়া মৎস্য ঘের জবর দখলের চেষ্টাসহ মাছ চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বাইনচাপড়া গ্রামের মৃত মালেক গাজির পুত্র নুরুল গাজির বিরুদ্ধে।
এ ঘটনায়  উপজেলার হানিরাবাদ গ্রামের মীর হানিফের পুত্র অভিযোগকারি মীর রুবেল জানান, উপজেলার লতা ইউনিয়নের হানিমুনকিয়া মৌজার বিআরএস ৬৭৪ও ৩৬০ খতিয়ানভুক্ত ৩.৫৬একর জমি যা তার খরিদা ও ইজারাভুক্ত জমি। উক্ত জমিতে মীর রুবেল ২০২১সাল থেকে ধান ও মাছ চাষ করে আসছে। কিন্তু তার প্রতিপক্ষ উপজেলার বাইনচাপড়া গ্রামের মৃত মালেক গাজির পুত্র নুরুল গাজি দীর্ঘদিন যাবৎ মীর রুবেলের মৎস্য ঘেরটি জোর জবরানে দখল ও মারপিট সহ প্রান নাশের চেষ্টা করে আসছে। যা নিয়ে একাধিক মামলা চলমান আছে। এ বিষয়ে মীর রুবেল মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করে। যার নং ১২৫৬৭/২১। ঐ মামলায় মহামান্য হাইকোর্ট মামলার নালিশী জমি ও জমি সংক্রান্তে ভিপি লিজ কেস নং ৭৭৭/৭০-৭১ এর কার্যক্রম স্হগিত করে। ঐ অবস্হায় আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ নুরুল গাজী লোকজন নিয়ে গত ৫মে রাতে মীর রুবেলের দখলীয় মৎস্য লীজ ঘেরটি  জরব দখলের চেষ্টা সহ মাছ ধরে। তৎক্ষণাৎ মীর রুবেল কোন উপায়ন্ত না পেয়ে পাইকগাছা থানা পুলিশের সহায়তায় প্রতিপক্ষদের প্রতিহত করে। এরপরও নুরুল গাজী জবর দখলের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং যে কোন মুহুর্তে ঘটনাস্হলে শান্তি ভঙ্গের সম্ভাবনা রয়েছে মর্মে মীর রুবেল আশংকা করছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল গাজি জানান, চলতি বছরের ডিসিআর মুলে ও রেকর্ডীয় মালিক হিসেবে আমি ঐখানে মৎস্য ঘের করে আসছি।
এ ঘটনায় অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার এস আই তাকবীর হোসাইন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্হল পরিদর্শন শেষে উভয় পক্ষকে আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে বে-আইনী কাজ থেকে বিরত থাকতে আহবান করেছি।
বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

পাইকগাছায় মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ 

আপডেট সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের হানিমুনকিয়া মৌজার একটি লীজ নেওয়া মৎস্য ঘের জবর দখলের চেষ্টাসহ মাছ চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বাইনচাপড়া গ্রামের মৃত মালেক গাজির পুত্র নুরুল গাজির বিরুদ্ধে।
এ ঘটনায়  উপজেলার হানিরাবাদ গ্রামের মীর হানিফের পুত্র অভিযোগকারি মীর রুবেল জানান, উপজেলার লতা ইউনিয়নের হানিমুনকিয়া মৌজার বিআরএস ৬৭৪ও ৩৬০ খতিয়ানভুক্ত ৩.৫৬একর জমি যা তার খরিদা ও ইজারাভুক্ত জমি। উক্ত জমিতে মীর রুবেল ২০২১সাল থেকে ধান ও মাছ চাষ করে আসছে। কিন্তু তার প্রতিপক্ষ উপজেলার বাইনচাপড়া গ্রামের মৃত মালেক গাজির পুত্র নুরুল গাজি দীর্ঘদিন যাবৎ মীর রুবেলের মৎস্য ঘেরটি জোর জবরানে দখল ও মারপিট সহ প্রান নাশের চেষ্টা করে আসছে। যা নিয়ে একাধিক মামলা চলমান আছে। এ বিষয়ে মীর রুবেল মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করে। যার নং ১২৫৬৭/২১। ঐ মামলায় মহামান্য হাইকোর্ট মামলার নালিশী জমি ও জমি সংক্রান্তে ভিপি লিজ কেস নং ৭৭৭/৭০-৭১ এর কার্যক্রম স্হগিত করে। ঐ অবস্হায় আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ নুরুল গাজী লোকজন নিয়ে গত ৫মে রাতে মীর রুবেলের দখলীয় মৎস্য লীজ ঘেরটি  জরব দখলের চেষ্টা সহ মাছ ধরে। তৎক্ষণাৎ মীর রুবেল কোন উপায়ন্ত না পেয়ে পাইকগাছা থানা পুলিশের সহায়তায় প্রতিপক্ষদের প্রতিহত করে। এরপরও নুরুল গাজী জবর দখলের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং যে কোন মুহুর্তে ঘটনাস্হলে শান্তি ভঙ্গের সম্ভাবনা রয়েছে মর্মে মীর রুবেল আশংকা করছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল গাজি জানান, চলতি বছরের ডিসিআর মুলে ও রেকর্ডীয় মালিক হিসেবে আমি ঐখানে মৎস্য ঘের করে আসছি।
এ ঘটনায় অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার এস আই তাকবীর হোসাইন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্হল পরিদর্শন শেষে উভয় পক্ষকে আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে বে-আইনী কাজ থেকে বিরত থাকতে আহবান করেছি।
বা/খ: জই