ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পত্নীতলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল-আমিন রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

আজ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হকের সঞ্চালনয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অর্পন কুমার দাস, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বণিক কমিটির সভাপতি-সাঃ সম্পাদক ও সদস্যবৃন্দ, অন্যান কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। আশা করি আসন্ন পবিত্র রমজান মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল ও মজুতদারি প্রতিরোধ, বাজার ব্যবস্থার সার্বিক তদারকির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়া হয় আলোচনা সভায়। আর ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন। ভোক্তাদের চারটি অধিকার বিষয়ে তিনি আলোকপাত করেন। এগুলো হল- নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। দিনটি ছিল ১৫ মার্চ, ১৯৬২। ১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরো বিস্তৃত করে অতিরিক্ত আরো ৮টি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডি’র ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে ১৫ মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হয়।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

পত্নীতলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আপডেট সময় : ০৫:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

আল-আমিন রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

আজ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হকের সঞ্চালনয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অর্পন কুমার দাস, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বণিক কমিটির সভাপতি-সাঃ সম্পাদক ও সদস্যবৃন্দ, অন্যান কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। আশা করি আসন্ন পবিত্র রমজান মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল ও মজুতদারি প্রতিরোধ, বাজার ব্যবস্থার সার্বিক তদারকির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়া হয় আলোচনা সভায়। আর ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন। ভোক্তাদের চারটি অধিকার বিষয়ে তিনি আলোকপাত করেন। এগুলো হল- নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। দিনটি ছিল ১৫ মার্চ, ১৯৬২। ১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরো বিস্তৃত করে অতিরিক্ত আরো ৮টি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডি’র ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে ১৫ মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হয়।

বা/খ: এসআর।