ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নেইমার জাদুতে পিএসজির জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর মাত্র দিন কয়েক। এরপরই বেজে উঠবে ফিফা বিশ্বকাপের জমকালো দামামা। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার জুনিয়র। পিএসজির হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের ছাপ রাখছেন এই তারকা ফুটবলার। প্রতিপক্ষের জন্য হয়ে উঠছেন আরো ভয়ঙ্কর।

রোববার (৬ নভেম্বর) রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নিজে গোলার করার পাশাপাশি করিয়েছেনও নেইমার। আর তাতেই লরিয়েন্তকে ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো পিএসজি।

দলের মূল তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল পিএসজি। পায়ের গোড়ালির পেছনের অংশে চোট পাওয়ায় আপাতত বিশ্রামে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার অনুপস্থিতি অবশ্য বুঝতে দিলেন না নেইমার।

এদিন ম্যাচের মাত্র নবম মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে করা তেরেম মোফির গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে ম্যাচের ৮১ মিনিটের মাথায় নেইমারের বাড়ানো বলে হেডে গোল করে পিএসজির দর্শকদের উল্লাসে ভাসান দানিলো।

মৌসুমে আসরের পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেন্স আর চারে থাকা লরিয়েন্তর পয়েন্ট ২৭।

নিউজটি শেয়ার করুন

নেইমার জাদুতে পিএসজির জয়

আপডেট সময় : ০১:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর মাত্র দিন কয়েক। এরপরই বেজে উঠবে ফিফা বিশ্বকাপের জমকালো দামামা। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার জুনিয়র। পিএসজির হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের ছাপ রাখছেন এই তারকা ফুটবলার। প্রতিপক্ষের জন্য হয়ে উঠছেন আরো ভয়ঙ্কর।

রোববার (৬ নভেম্বর) রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নিজে গোলার করার পাশাপাশি করিয়েছেনও নেইমার। আর তাতেই লরিয়েন্তকে ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো পিএসজি।

দলের মূল তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল পিএসজি। পায়ের গোড়ালির পেছনের অংশে চোট পাওয়ায় আপাতত বিশ্রামে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার অনুপস্থিতি অবশ্য বুঝতে দিলেন না নেইমার।

এদিন ম্যাচের মাত্র নবম মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে করা তেরেম মোফির গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে ম্যাচের ৮১ মিনিটের মাথায় নেইমারের বাড়ানো বলে হেডে গোল করে পিএসজির দর্শকদের উল্লাসে ভাসান দানিলো।

মৌসুমে আসরের পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেন্স আর চারে থাকা লরিয়েন্তর পয়েন্ট ২৭।